Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
BJP on Akhil: অখিল গিরিকে বরখাস্তের দাবি, মুলতুবি প্রস্তাব খারিজ হতেই বিক্ষোভ শুভেন্দুদের
রাষ্ট্রপতি অবমাননা ইস্যুতে বিধানসভায় বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ। আজ মুলতুবি প্রস্তাব জমা দেয় বিজেপি। রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগ নিয়ে বিধানসভায় আলোচনা করার দাবি বিরোধী দলের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনেতাজি ইন্ডোরে সরকারি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কাজ করলে ভুল হয়। যদি কেউ ভুল করে থাকে, তা শুধরে নেওয়া হবে।' আর এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন সিপিএম-র কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।এদিন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য়ে প্রশ্ন তুলে সুজন চক্রবর্তী বলেন, 'অখিল গিরি যদি ভুল হয়ে থাকে, ৩ হয়ে গেল , স্বীকার করেছেন ?' যদিও এই প্রসঙ্গে পরে বিধায়কের তরফে ক্ষমা চেয়ে নেন মমতা।
প্রতিবাদে শুধুই শুভেন্দু নন, কারা প্রতিমন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে চিঠি দিলেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, ‘রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে। রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্য গণতন্ত্রের অপমান। ১৪০ কোটি জনগণকে অপমান করেছেন রাজ্যের মন্ত্রী। এই জঘন্য মন্তব্যের জন্য অবিলম্বে অখিলের বিরুদ্ধে ব্যবস্থা নিন। বিধায়ক পদ থেকে অপসারিত করতে সুপারিশ করুন’।
রাষ্ট্রপতিকে অবমাননাকর মন্তব্যের ঘটনা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘রাষ্ট্রপতিকে অবমাননাকর মন্তব্য, অখিলের এই মন্তব্য করা ঠিক হয়নি। দল থেকে সতর্ক করা হয়েছে অখিল গিরিকে। রাষ্ট্রপতিকে আমরা সম্মান করি, অন্যায় করেছে অখিল গিরি। আমার বিধায়কের তরফে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি’, এবিপি আনন্দের প্রশ্নের উত্তরে জানালেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, রাষ্ট্রপতিকে নিয়েও বেলাগাম রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?' এই মন্তব্যর পরই জোর শোরগোল শুরু হয়েছে।
অখিল গিরির মন্তব্য নিয়ে দিকে দিকে বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেছে বিজেপি। অখিলের গ্রেফতারি ও মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচিতে নামে বিজেপি।
অখিল গিরির মন্তব্যকে হাতিয়ার করে মমতাকে আদিবাসী বিরোধী বলে কটাক্ষ করেন অমিত মালব্য।
বিজেপির সংসদীয় কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে মন্ত্রী অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মুলতুবি প্রস্তাব খারিজ হতেই বিক্ষোভ দেখায় বিজেপি। বিধানসভার অধিবেশন শেষ হতেই বেরিয়ে এসে বিক্ষোভ দেখান শুভেন্দুরা।
সম্প্রতি বীরবাহা হাঁসদা সম্পর্কে কুরুচিকর মন্তব্যেও উত্তাল হয় রাজ্য-রাজনীতি। শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। বিরোধী দলনেতার বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের তৃণমূলের। বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যানের নেতৃত্বে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
অখিল গিরি প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, 'আমরা কালো সাদায় বিশ্বাস করি না, মানুষকে নিয়ে চলাই আমাদের ধর্ম'।
তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'অখিল গিরির যে মন্তব্য নিয়ে বিতর্ক তা অবাঞ্ছিত। এ বিষয়ে দুঃখপ্রকাশ করে তিনি যা বলার বলেছে। গোটা বিষয়টি তাঁর ব্যক্তিগত বিষয়। দলের বক্তব্যর কোনও যোগ নেই। মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সর্বস্তরের মহিলাদের সম্মান দেন। রাষ্ট্রপতিকে তো বটেই। এই অখিলবাবুকে লাগাতার আক্রমণ করেছেন শুভেন্দু। উনি এই ফাঁদে পা দিয়ে ফেলেছেন। আমি ডিফেন্ড করছি না। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীকেও তো যা তা ভাষায় আক্রমণ করেন বিজেপি নেতারা।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -