Republic Day 2022: রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্য-রাজ্য়পাল সংঘাত, চলল রাজনৈতিক তরজা
৭৩তম প্রজাতন্ত্র দিবসে রেড রোডে বণার্ঢ্য কুচকাওয়াজে অংশ নিল তিন বাহিনী ও পুলিশ। দিল্লির অনুষ্ঠানে বাদ পড়া রাজ্যের নেতাজি-ট্যাবলো ছিল এদিনের কুচকাওয়াজে। উপস্থিত ছিলেন রাজ্যপাল, মুখমন্ত্রী ও বিধানসভার অধ্যক্ষ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিল্লির রাজপথে না হলেও বাংলার নেতাজি বিষয়ক ট্যাবলোর চাকা গড়াল কলকাতার রেডরোডে। ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে বুধবার রেড রোডে হল বর্ণাঢ্য কুচকাওয়াজ।
এদিন সকাল ১০টা ৩৪ মিনিটে রাজ্যপাল রেড রোডে এসে পৌঁছোন। উত্তোলন করা হয় জাতীয় পতাকা। নৌসেনা, বায়ুসেনা ও সেনা বাহিনীর জওয়ানরা অংশ নেন কুচকাওয়াজে।
রেড রোডে গড়ায় বফর্স থেকে শুরু করে বিভিন্ন কামান ও ট্যাঙ্কের চাকা। রাজ্য পুলিশের পাশাপাশি অন্যতম আকর্ষণ ছিল,কলকাতা পুলিশের মোটরবাইক বাহিনী, ঘোড়সওয়ার বাহিনীর কসরত।
কলকাতা পুলিশের সেফ ড্রাইভ, সেভ লাইভ ট্যাবলো অংশ নেয় অনুষ্ঠানে। তথ্য সংস্কৃতি দফতরের নেতাজি বিষয়ক যে ট্যাবলো বাদ পড়েছিল দিল্লির অনুষ্ঠানে, তা অংশ নেয় কলকাতায়।
বাউলদের সঙ্গীত পরিবেশন ছাড়াও ছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। কোভিডের কারণে ৩৫ মিনিটের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে দর্শকসংখ্যা নিয়ন্ত্রণ করা হয়। নিমন্ত্রিতের তালিকাও ছিল ছোট।
তবে দিনভর অব্যাহত রইল রেড-রোডে প্রজাতন্ত্র দিবস তরজা। রাজ্য-রাজ্যপাল সংঘাতের রেশ এবার গিয়ে পড়ল রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। সৌজন্য দেখালেও কাঠিন্য বজায় রাখলেন মুখ্যমন্ত্রী। প্রোটোকল ভঙ্গ করা হয়েছে, কটাক্ষ করে ট্যুইট করলেন বিরোধী দলনেতা। জবাব দিয়েছে তৃণমূলও।
মঙ্গলবার বিধানসভা চত্বরে দাঁড়িয়ে, স্পিকার এবং মুখ্যমন্ত্রীকে নিশানা করেছিলেন রাজ্যপাল! একদিন পরই, রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং স্পিকারের মুখোমুখি হলেন জগদীপ ধনকড়।
রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিরোধী দলনেতাকে আমন্ত্রণ না জানানোর অভিযোগ। যাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই ইস্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিশানা করেছেন তৃণমূলকে। পাল্টা সুর চড়িয়েছে রাজ্যের শাসকদল।
উল্লেখ্য পাঞ্জাবের আটারি-ওয়াঘা সীমান্তে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস পালন। একে অপরকে মিষ্টিমুখ করালেন বিএসএফ ও পাক সেনা জওয়ানরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -