Durga Puja Rally: খরচ নিয়ে কটাক্ষ, কৃতিত্ব নিয়ে চাপানউতোরের মধ্যেই বর্ণময় শোভাযাত্রার সাক্ষী শহর
বাংলার দুর্গাপুজোকে স্বীকৃতির জন্য, ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে কলকাতার রাস্তায় নামল বর্ণাঢ্য মিছিল। জোড়াসাঁকো থেকে রেড রোড অবধি মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী। মিছিলে দেখা গেল সেলিব্রিটিদেরও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাংলার দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি উদযাপনের দিনে, তার কৃতিত্ব নিয়ে বাধল চাপানউতোর। মুখ্যমন্ত্রী এক গবেষকের কৃতিত্ব চুরি করছেন, বলে অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি। যদিও, এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে একমঞ্চে থাকার পর, সেই গবেষক, তপতী গুহ ঠাকুরতা স্পষ্ট জানান, কৃতিত্ব চুরির অভিযোগ ভুল।
বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি প্রদানের উদযাপন! রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢল নামল মানুষের! জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে রেড রোড অবধি পদযাত্রায় অংশ নিলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে একঝাঁক সেলিব্রিটি।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য অভিযোগ করেছেন, এই মিছিল দুর্নীতি থেকে নজর ঘোরানোর মরিয়া চেষ্টা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। কেলেঙ্কারি থেকে নজর ঘোরাতেই তৃণমূল সরকার এসব করছে বলে দাবি করছে বিজেপি। শুভেন্দু অধিকারী ট্যুইট করে বলেছেন, এই মিছিল হল দুর্নীতি ও কেলেঙ্কারি থেকে নজর ঘোরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মরিয়া চেষ্টা।
এর আগে দুপুর ২টো নাগাদ জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে শোভাযাত্রা পৌঁছয় রেড রোডে।
তার আগে গিরিশ পার্কে জড়ো হন ফোরাম ফর দুর্গোত্সবের অধীন পুজোগুলির উদ্যোক্তারা। উত্তর কলকাতার পুজোর উদ্যোক্তারা জড়ো হন বিবেকানন্দ রোডে। পোস্তা উড়ালপুলের দিকে জড়ো হন দক্ষিণ কলকাতার পুজো কমিটিগুলির প্রতিনিধিরা।
ঢাকের বোল থেকে ছৌ নাচ, রঙিন হয়ে উঠল রাজপথ।
দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদজ্ঞাপক পদযাত্রা নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন অমিত মালব্য। বাংলায় বিজেপির সহ পর্যবেক্ষকের ট্যুইট, দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কৃতিত্ব বলে দাবি করছেন। সত্যিটা হল, এই স্বীকৃতির নেপথ্যে মমতার কোনও ভূমিকা নেই। স্বীকৃতি মিলেছে মোদি সরকারের সঙ্গীত নাটক অ্যাকাডেমির প্রচেষ্টায়। ট্যুইট করে দাবি বিজেপি নেতা অমিত মালব্যর।
দুর্গাপুজো এক আবেগ, যা সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমাদের সঙ্ঘবদ্ধ করে। শিল্পের সঙ্গে আধ্যাত্মিকতার মেলবন্ধন ঘটায়। ইউনেস্কোকে ধন্যবাদ দুর্গাপুজোকে প্রবহমান ঐতিহ্যের স্বীকৃতি দেওয়ায়। ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ইউনেস্কোর স্বীকৃতিকে ধন্যবাদ জানিয়ে, বৃহস্পতিবার জোড়াসাঁকো থেকে রেড রোড পর্যন্ত, বর্ণময় শোভাযাত্রার সাক্ষী থাকল কলকাতা। কিন্তু, রাজ্য সরকারের উদ্যোগে, এই অনুষ্ঠানের খরচ নিয়ে, কটাক্ষ করেছে বিরোধীরা। তাদের প্রশ্ন, যেখানে রাজ্য সরকারি কর্মীদের DA বকেয়া, সরকারি চাকরিতে বহু শূন্য ফাঁকা, সেখানে এধরনের অনুষ্ঠানে এত খরচের কী যৌক্তিকতা?
রেড রোডে মূল মঞ্চে, আগাগোড়া মুখ্যমন্ত্রীর পাশে বসে, অনুষ্ঠান দেখলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ও সৌরভ একে অপরকে উত্তরীয় পরিয়ে দিলেন>
দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে আজ কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রার সাক্ষী হল তিলোত্তমা। যদিও মিছিলে ছিলেন না ইউনেস্কোর প্রতিনিধিরা। রেড রোডের অনুষ্ঠানে তাঁদের সম্বর্ধনা জানানো হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -