Kolkata Waterlogging : রাতভর টানা বৃষ্টিতে জল থইথই তিলোত্তমা, কোথায় কোথায় জমল জল?
নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন কলকাতার উত্তর থেকে দক্ষিণ। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় বিস্তীর্ণ এলাকায় জল জমেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমঙ্গলের রাতভর বৃষ্টির পর বুধেও মুখ ভার আকাশের। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ। যার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলছে।
আর তার জেরেই শহরের উত্তর - দক্ষিণের বিভিন্ন অঞ্চল ভাসল জলে। এক রাতের টানা বৃষ্টিতে কোথাও গোড়ালি ডোবানো জল, কোথাও আবার জল জমেছে হাঁটির নিচ পর্যন্ত !
ঢাকুরিয়া ব্রিজ, ঢাকুরিয়া স্টেশন রোড, ঢাকুরিয়া বাজার, জল ঠেলে যাতায়াত করতে হচ্ছে। আর এই জল পেরিয়ে যাওয়ার সময়ই মানুষের মনে ফিরছে খোলা ম্যানহোলের ভয় বা খোলা ইলেকট্রিক তার পড়ে থাকার আতঙ্ক !
বর্ষায় বাড়ে নানা জলবাহিত অসুখ । সেই সব আতঙ্কও মানুষের মনে। ডেঙ্গি, ম্যালেরিয়া, স্ক্রাব টাইফাস তে ছিলই, এবার কি পেট নিয়েও পড়তে হবে সমস্যায়?
কোথাও কোথাও বাড়িতেও জল ঢুকেছে। বরাবরের মতো জল জমেছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বেশ কিছু জায়গায়।
ডেঙ্গি, ম্যালেরিয়ার বাড়বাড়ন্তের মধ্যেই জমা জল চিন্তা বাড়িয়েছে কলকাতাবাসীর।
বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে।
অতি গভীর নিম্নচাপের প্রভাবে গোটা দক্ষিণবঙ্গেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া।
এবার টানা বৃষ্টি হলে কি কলকাতা ফের জলমগ্ন হবে, সকলেই এখন সেই ভয়ে উগছেন। তবে এখনও জল জমার পরিস্থিতি ভয়াবহ জায়গায় পৌঁছায়নি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -