Kolkata Weather Update : কলকাতায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, কখন আসবে কালবৈশাখী
অসহ্য গরম থেকে মিলবে নিষ্কৃতি? আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবুধবার থেকে শনিবার অবধি কলকাতায় বৃষ্টি হতে পারে। আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। হতে পারে কালবৈশাখীও।
চাতক পাখির দশা যখন দক্ষিণের। তখন স্বস্তির বৃষ্টিতে ভিজল উত্তর। ভরদুপুরেই কার্শিয়ঙে নামল সন্ধে। জ্বালাতে হল গাড়ির হেডলাইট।
বিকেল বা সন্ধের দিকে বইবে দমকা ঝোড়ো হাওয়া। হতে পারে কালবৈশাখী।
উত্তরের এই ছবি দেখে দক্ষিণবঙ্গবাসীর প্রশ্ন, কবে অসহ্য গরম থেকে নিষ্কৃতি পাবেন তাঁরা? এই পরিস্থিতিতে আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর।
উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান, পশ্চিমাঞ্চলের এই পাঁচ জেলায় আরও ২৪ ঘণ্টা তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান, পশ্চিমাঞ্চলের এই পাঁচ জেলায় আরও ৪৮ ঘণ্টা তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।
পশ্চিমাঞ্চলের পাঁচ জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে আরও ২৪ ঘণ্টা তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -