Kulpi Music Launch: 'কুলপি' ছবির মিউজিক লঞ্চে চাঁদের হাট
মুক্তির অপেক্ষায় পায়েল সরকারের নতুন ছবি 'কুলপি'। সম্প্রতি হয়ে গেল ছবির মিউজিক লঞ্চ অনুষ্ঠান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএক অন্য ধারার প্রেমের গল্প বলবে এই ছবি। পায়েল সরকারের বিপরীতে দেখা যাবে প্রত্যয় ঘোষকে। এটিই তাঁর প্রথম ছবি।
ছবিতে পায়েল ও প্রত্যয় ছাড়াও রয়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায়, চুমকি চৌধুরী, রজতাভ দত্ত ও বিশ্বনাথ বসু। মিউজিক লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকলে।
ছবিতে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নেন প্রত্যেকে। 'কুলপি'র পরিচালনার দায়িত্বে রয়েছেন বর্ষালি চট্টোপাধ্য়ায়।
সঙ্গীতের এই সন্ধ্যায় হাজির হয়েছিলেন গায়ক ও সঙ্গীত পরিচালক শোভন গঙ্গোপাধ্যায় ও সুপ্রতীপ ভট্টাচার্য। অপর সঙ্গীত পরিচালক শ্রী প্রীতমও উপস্থিত ছিলেন।
এদিন 'কুলপি' ছবির টাইটেল ট্র্যাক ও একটি দুঃখের গান লাইভ গেয়ে শোনান সুপ্রতীপ। শোভন শোনান 'আমি কী করে বলব'। এছাড়া শ্রী প্রীতম ও বর্ষা সেনগুপ্ত একসঙ্গে শোনান 'উলুলু' গানটি।
ছবিতে 'উলুলু' গানটি গেয়েছেন কুমার শানু। দেবজ্যোতি মিশ্র এই ছবির বিশেষ আবহ সঙ্গীত তৈরি করেছেন।
এই 'কুলপি' খানিক অন্যধারার গল্প। সমাজের চেনা ছকের বাইরের প্রেমের গল্প শোনাবে 'কুলপি'। তার সঙ্গে থাকবে নানারকমের ট্যুইস্টও।
ছবিটি কুলদীপ রায় চৌধুরীকে কেন্দ্র করে তৈরি হয়েছে। তার ছোট আকারের কারণে তাকে ‘কুলপি’ নামে ডাকা হয়। কুলপির সংগ্রামের সঙ্গে ধীরে ধীরে ছবিতে প্রবীণ অভিনেতা রজতাভ দত্তের সঙ্গে এক সুন্দর পিতা-পুত্রের সম্পর্ক দেখা যাবে। কুলপির বাবার চরিত্রে দেখা যাবে রজতাভ দত্তকে। পায়েল সরকারের চরিত্রের নাম কঙ্কনা। তাঁকে পছন্দ করে কুলপি, ভালবাসে।
ছবিতে খলনায়কের চরিত্রে হিলটন ব্রাগানজা। অভিনয় করেছেন বিশ্বনাথ বসু। তিনি কুলপিকে বুঝিয়ে তাঁর মাথায় 'বামন' সত্ত্বাটাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন। তাঁকে বাধ্য করেন 'বামন' হয়ে বেঁচে থাকতে। এই সমস্ত প্রতিবন্ধকতা জয় করাই কুলপির যাত্রার মূল উপাদান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -