Kolkata Weather : শুরু হয়ে গেল ঝড়-বৃষ্টি ! আর কিছুক্ষণেই আসতে পারে কালবৈশাখী, দেখুন ছবি
উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে আগেই। ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজছে পাহাড়। কাল থেকে পার্বত্য জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। তার মধ্যেই স্বস্তির খবর দক্ষিণেও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতার বিভিন্ন অংশে শুরু হল বৃষ্টি। হাওড়া, দুই ২৪ পরগনার বিভিন্ন অংশে বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া।
৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী ২-৩ ঘণ্টা কলকাতা, হাওড়া ও দুই ২৪ পরগনায় । থাকতে পারে এমন আবহাওয়া।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বিকেলে বহতে পারে কালবৈশাখী ঝড়। আজ কাল বৈশাখী হলে তা মরসুমের প্রথম কালবৈশাখী হবে ।
বৈশাখের ( boisakh ) প্রথম কালবৈশাখী ( Kal Boisakhi ) । আজ ও কাল রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়ার গতিবেগ ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম।
দক্ষিণবঙ্গে সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। দু এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে।
সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। দমকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে।
মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে অনুমান আবহবিদদের। বুধবারেও হালকা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -