Maa Sarada: মঙ্গলারতি, বিশেষ পুজো, হোম ও ভোগের আয়োজন, বাগবাজারে সাড়ম্বরে পালিত হল মায়ের পদার্পণ উত্সব
বাগবাজার মায়ের বাড়িতে পালিত হল শ্রীমা সারদা দেবীর পদার্পণ উত্সব। সেই উপলক্ষে আয়োজন ছিল, মঙ্গলারতি, বিশেষ পুজো, হোম ও ভোগের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপদার্পণ উত্সব উপলক্ষে ভক্তদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।
বাগবাজারের মায়ের বাড়ির সঙ্গে কত না ইতিহাস জড়িয়ে। ফি বছর ফিরে ফিরে আসে সেই ইতিহাসের অনুষঙ্গ।
মঙ্গলবার ছিল এমনই একটি দিন। বাগবাজারে মায়ের বাড়িতে শ্রীমা সারদা দেবীর পদার্পণ উত্সব।
১৯০৯ সালে এই দিনে প্রথম এই বাড়িতে আসেন মা সারদা। জীবনের শেষ কয়েক বছরের অধিকাংশ সময় এখানেই ছিলেন তিনি।
১৮৯৭ সাল রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে স্বামী বিবেকানন্দ বলেন, শ্রীমা সারদা হলেন এই সঙ্ঘের সঙ্ঘ জননী।
বেলুড় মঠ তৈরি হলেও দীর্ঘদিন সারদা দেবীর থাকার স্থায়ী কোনও জায়গা ছিল না।
১৯০৭ সালে এক ভক্তের দান করা জমিতে স্বামী সারদানন্দ মায়ের জন্য এই বাড়িটি তৈরি শুরু করেন।
অনেক আর্থিক অনটন কাটিয়ে ১৯০৯ সালে বাড়ির কাজ শেষ। এবং শ্রীমা এখানে থাকতে শুরু করেন।
মঙ্গলবার মঙ্গলারতি দিয়ে শুরু হয় দিনের। শ্রীমার পদার্পণ উৎসব উপলক্ষে সকাল থেকে ছিল ভক্তদের ভিড়।
বিশেষ পুজো, ভোগ, হোম ও আরতি হয়। পাশাপাশি আয়োজন ছিল শ্রীশ্রী মায়ের জীবন ও বাণী নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -