Arvind Kejriwal: ‘৬ মাসের আগেও মিরাকেল হতে পারে! ’মমতাকে পাশে বসিয়ে কীসের ইঙ্গিত কেজরিওয়ালের?
নবান্নে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে বৈঠক করলেন অরবিন্দ কেজরিওয়াল। বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, আর তো ৬ মাস, তার আগেও হতে পারে, কোনও মিরাকেল হতে পারে। অন্যদিকে কেজরিওয়াল বলেন, দিদি বলেছেন, রাজ্যসভায় সমর্থন করবেন। এটা হলে চব্বিশের আগে একটা সেমিফাইনাল হবে। পাল্টা, জবাব দিয়েছে বিজেপি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউপলক্ষ্য, দিল্লি সংক্রান্ত মোদি সরকারের অর্ডিন্যান্স জারির বিরোধিতা করা হলেও নজরে ২০২৪-এর লোকসভা নির্বাচন। তার আগে,নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল।
সঙ্গে ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান, আপ নেতা রাঘব চাড্ডা এবং অতিশী মারলেনা। প্রায়, ১ ঘণ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আম আদমি পার্টির নেতৃত্বের কথা হয়। দিল্লি সংক্রান্ত অর্ডিন্যান্স নিয়ে, লোকসভায় বিজেপির কোনও চিন্তা নেই, কারণ তাদের নিরঙকুশ সংখ্যাগরিষ্ঠতা আছে, কিন্তু, রাজ্য়সভায় এই অর্ডিন্য়ান্স আটকাতে হলে কেজরিওয়ালের কংগ্রেসের সমর্থন একান্তই প্রয়োজন। কিন্তু কংগ্রেস কি তা করবে?
ইঙ্গিতপূর্ণভাবে কংগ্রেসের সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল ট্যুইট করে বলেছেন, অর্ডিন্যান্সের বিষয়ে কংগ্রেস এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। দিল্লি প্রদেশ কংগ্রেস এবং সমমনোভাবাপন্ন দলের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অরবিন্দ কেজরিওয়াল, দুজনেই মোদি বিরোধী বলে পরিচিত হলেও, কংগ্রেস কিংবা রাহুল গান্ধীর থেকে আগাগোড়া দূরত্ব তৈরি করে রেখেছেন!
সাম্প্রতিককালে মমতা একাধিক বিরোধী দলের নেতার সঙ্গে বৈঠক করেছেন, কংগ্রেসও একাধিক বিরোধী দলের সঙ্গে বৈঠক করেছে, কিন্তু মমতা কিংবা কেজরিওয়ালই কেউই কিন্তু কংগ্রেসের সঙ্গে বৈঠকে বসেননি।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কথায়, এদের লক্ষ কংগ্রেসকে দুর্বল করে, নিজেদের শক্তিবৃদ্ধি করা। বিজেপির সঙ্গে কখনও টাসল না করব, নরমে-গরমে চলে কংগ্রেসের জায়গা দখল করব। কেজরিওয়াল কর্ণাটকে ২০০ আসনে লড়াই করেছিল, তার জন্য ভাল ভাল আসনে কংগ্রেস পরাজিত হয়েছে। কী মহাজোট করবে? দিদি কর্ণাটকের ভোটে একটাও বিজেপি বিরোধী কথা বলেনি।
এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন,মোদির সামনে কে যাবে, সেটা ঠিক করতে পারছে না। একটা মুরগি খোঁজা হচ্ছে। তাই এক এক জন করে আসছে, সবাই ঘুরেফিরে কলকাতায় আসছে।
কটাক্ষের জবাব দিয়েছে তৃণমূলও। তবে কে আসলে কার সঙ্গে? কার সঙ্গে কার আঁতাঁত? নেপথ্য়ে কী খেলা? কোন অঙ্ক? এনিয়েই এখন সরগরম রাজনীতি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -