Madhyamik 2023: খাতা দেখবেন ৪১ হাজার পরীক্ষক, মে মাসেই ফল, শেষ হল মাধ্যমিক পরীক্ষা
শনিবার শেষ হল এ বছরের মাধ্যমিক পরীক্ষা। কিন্তু, বজ্র আঁটুনির মধ্যেও থেকে গিয়েছে ফস্কা গেরো। এবারও অভিযোগ উঠেছে, প্রশ্নপত্রের ছবি বাইরে বেরিয়ে যাওয়ার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাধ্যমিকের দ্বিতীয় দিনে ইংরেজি পরীক্ষা শুরুর পর, প্রশ্নপত্রের ৩টি পাতার ছবি ট্যুইট করে, সুকান্ত মজুমদার দাবি করেন, প্রশ্নপত্র সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। বিজেপি রাজ্য সভাপতির পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা। ওই দিনই ঘটনার নেপথ্য পরিকল্পিত অন্তর্ঘাতের অভিযোগ তুলে বিবৃতি দেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
এদিনও একই অভিযোগ করেন তিনি। পর্ষদ সভাপতি বলেন, “পরীক্ষার হল থেকে যে ছবি তুলে একটা অপচেষ্টা চলে। প্রশ্ন ফাঁস ঘটনা অন্তর্ঘাত। বলার পরই বন্ধ হয়ে গেছে।’’
অঙ্ক পরীক্ষায় ১৫ নম্বর প্রশ্নে গ্রাফ করতে দেওয়া হলেও ওইদিন কোনও পরীক্ষাকেন্দ্রেই পৌছয়নি গ্রাফ পেপার। প্রশ্নের মুখে পড়ে পর্ষদ। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার খাতাতেই ছক কেটে দিতে হবে উত্তর। উত্তর মিললেই দেওয়া হবে পুরো নম্বর। এদিন পর্ষদের আশ্বাস এই ঘটনায় কারও রেজাল্ট প্রভাবিত হবে না।
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি বলেন, “প্রতিটা কেন্দ্রে জানিয়েছিলাম ছাত্র স্বার্থ বিঘ্নিত হবে না।অঙ্ক ঠিক করলে।গ্রাফ পেপারের অভাবে রেজাল্ট প্রভাবিত হবে না।প্রাথমিক রিপোর্ট পেয়েছি।’’
এবছর পরীক্ষার হলে ৯ টি মোবাইল ফোন ধরা পড়েছে। আলিপুরদুয়ারের ৩ টি ও হুগলির ১টি স্কুলে সামনে এসেছে পরীক্ষার পর ভাঙচুরের ঘটনা।
এবছর ৪১ হাজার পরীক্ষক খাতা দেখবেন। ক্রস চেকের জন্য অনলাইনে নম্বর নেওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রধান পরীক্ষকদের মাধ্যমে। জানিয়েছেন পর্ষদ সভাপতি। মে মাসের শেষ সপ্তাহে বের করা হবে এবার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -