Madhyamik Examination 2023: কড়া নজরদারি-কন্ট্রোল রুমে মাধ্যমিকের প্রথম দিন কার্যত নির্বিঘ্নেই

Madhyamik Exam: প্রথম দিনে ছিল প্রথম ভাষার পরীক্ষা। আগামীকাল দ্বিতীয় ভাষার পরীক্ষা।

মাধ্যমিক ২০২৩, ছবি: IANS

1/10
কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ২০২৩ সালের মাধ্যমিকের প্রথম পরীক্ষা হল। এদিন শুরু হল এবছরের মাধ্যমিক। আজ হয়েছে প্রথম ভাষার পরীক্ষা। আগামীকাল হবে দ্বিতীয় ভাষার পরীক্ষা। মোটের উপর নির্বিঘ্নেই শেষ হয়েছে মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা।
2/10
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবার মাধ্যমিকে পরীক্ষার্থী কমেছে প্রায় ৪ লক্ষ। মোট পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮। তাৎপর্যপূর্ণভাবে নাম নথিভুক্ত করেও পরীক্ষায় বসেনি প্রায় ২ লক্ষ পরীক্ষার্থী।
3/10
পরীক্ষার জন্য একাধিক ব্যবস্থা নিয়েছে পুলিশ ও প্রশাসন। পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম। পর্ষদ ও পুলিশের পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা করা হয়েছে। পর্ষদের হেল্পলাইন নম্বরগুলি হল, 033-2321-3827, 033-2359-2274। পর্ষদ সভাপতির অফিসের নম্বর হল 033-2321-3089, পর্ষদের সচিবের দফতরের নম্বর 033-2321-3816।
4/10
প্রয়োজনে পর্ষদকে ই-মেলও করা যাবে। ই-মেল আইডি হল, examwbbse@gmail.com। মাধ্যমিক পরীক্ষা শেষের পর আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা।
5/10
মাধ্যমিক পরীক্ষার জন্য এদিন মধ্যশিক্ষা পর্ষদের কন্ট্রোল রুমেও চোখে পড়েছে তৎপরতা। সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলিতে নজরদারি চালানো হয়েছে। পাশাপাশি, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জারি হয়েছে কড়া নির্দেশিকা।
6/10
পরীক্ষা কেন্দ্রে আসল অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে। মোবাইল ফোন ও ইলেকট্রনিক্স সরঞ্জাম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন না অভিভাবকরা।
7/10
পরীক্ষা শেষ হওয়ার আগে প্রশ্নপত্র নিয়ে বের হওয়া যাবে না। এছাড়াও, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে রয়েছে সিসি ক্যামেরা। বিশেষ অ্যাপের মাধ্যমেও নজরদারি চালাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রশ্নপত্র কখন বিলি করা হচ্ছে, কোনও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে কি না, অভিযোগ আসছে কি না, যাবতীয় বিষয় অ্যাপের মাধ্যমে সরাসরি জানাতে পারবেন পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। এদিন প্রথম ভাষার পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে কোনওরকম অভিযোগ শোনা যায়নি।
8/10
এদিন মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে দেখা গিয়েছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। এদিন প্রথমে ভবানীপুরের ইউনাইটেড মিশনারি গার্লস স্কুলে যান পুলিশ কমিশনার। সেখানে পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় গোলাপ। এরপর এলগিন রোডে ক্যাথিড্রাল মিশনারি স্কুলেও যান বিনীত গোয়েল।
9/10
মাধ্যমিক শুরুর আগে চলতি সপ্তাহে সাংবাদিক বৈঠক করে মধ্য শিক্ষা পর্ষদ। পর্ষদেরতরফে জানানো হয়েছে, "এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪। আরও ৩৫০ পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড নিয়েছে। মে মাসের শেষ সপ্তাহে প্রকাশ হবে ফল। ৪০ হাজার ৫০০ পরীক্ষক। এর মধ্যে প্রধান পরীক্ষক ১১৫৩ জন। পরীক্ষা চালানোর জন্য ৩৫ হাজার ইনভিজিলেটর রয়ছেন। ১২২৬টি সেন্টারের বন্দোবস্ত করা হয়েছে।''
10/10
বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এবছর সেইরকম মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৯৮৭। ছবি: IANS এবং PTI
Sponsored Links by Taboola