Office Desk Decoration: অফিসে কাজের চাপ ? মুড ভাল রাখতে ডেস্ককে সাজান এই ভাবে
ওয়ার্ক ফর্ম অফিস চলাকালীন জানলা বন্ধ করে রাখবেন না, বাইরের আলো বাতাস ঘরে ঢুকতে দিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅফিসে নিজের ডেস্কের পাশে জায়গা থাকলে ইনডোর ট্রি রাখতে পারেন। ইন্ডোর ট্রি মূলত অক্সিজেন বেশি পরিমাণে যারা ছাড়ে তাদেরকে গুরুত্ব দিন।
সাধারণত অফিসের ভিতরে প্ল্যানটেশন করলে কিছু নির্দিষ্ট গাছ রাখা হয়। কারণ ওই গাছগুলি আপনার স্বাস্থ্যর প্রতি খেয়াল রাখে।
আধুনিক দিনে স্মার্ট গেজেটে ভরে গিয়েছে লাইফ। তবে অতিরিক্ত মেশিন নির্ভর হয়ে উঠবেন না। এতে আপনি নিজের ক্ষতি ডেকে নিয়ে আসবেন।
অফিসে মিটিং শেষে হালকা আড্ডাও মারুন, চা , কফি স্ন্যাক্সেও সময় দিন।
অফিসে ইনডোর প্ল্যানটেশন বাম্বু ট্রি এবং রাবার প্ল্য়ান্টকে খুব প্রাধান্য দেওয়া হয়। কারণ এরা অক্সিজেন অপেক্ষাকৃত বেশি ত্যাগ করে।
অফিসে অনেক সময়ই কাজের চাপ বাড়লে টেবিলে বাস্তু মেনে ভাল কোনও স্ট্যান্ড ছবিও রাখতে পারেন।
অফিসের যে ডেস্কে বসেছেন, সেখানের রং খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুযোগ থাকলে ফার্নিচারে সাধারণত হালকা রং বেছে নিন।
অনেকেই ডেস্ককে নিজের মতো করতে গিয়ে অতিরিক্ত পরিমাণে জিনিসে ভর্তি করে ফেলেন, এটা ভাল নয়। যত ফাঁকা থাকবে, তত কাজ করা সহজ হবে।
যদি ডেস্কে কোনও লাকি বাম্বু ট্রি রাখেন, তাহলে অবশ্যই তার যত্ন নিন। কারণ এই সব কিছুর উপরেই আপনার জীবনে পজিটিভ কিছু হওয়া নির্ভর করছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -