Office Desk Decoration: অফিসে কাজের চাপ ? মুড ভাল রাখতে ডেস্ককে সাজান এই ভাবে
Spruce up Work Place: অফিসে কাজের চাপ বেড়েই চলেছে ? নিজের ডেস্ককে কীভাবে সাজালে মুড ভাল থাকবে, কাজে সাফল্য আসবে, চলুন জেনে নেওয়া যাক।
অফিসে কাজের চাপ ? মেজাজ ফুরফুরে রাখতে ডেস্ককে সাজান এই ভাবে
1/10
ওয়ার্ক ফর্ম অফিস চলাকালীন জানলা বন্ধ করে রাখবেন না, বাইরের আলো বাতাস ঘরে ঢুকতে দিন।
2/10
অফিসে নিজের ডেস্কের পাশে জায়গা থাকলে ইনডোর ট্রি রাখতে পারেন। ইন্ডোর ট্রি মূলত অক্সিজেন বেশি পরিমাণে যারা ছাড়ে তাদেরকে গুরুত্ব দিন।
3/10
সাধারণত অফিসের ভিতরে প্ল্যানটেশন করলে কিছু নির্দিষ্ট গাছ রাখা হয়। কারণ ওই গাছগুলি আপনার স্বাস্থ্যর প্রতি খেয়াল রাখে।
4/10
আধুনিক দিনে স্মার্ট গেজেটে ভরে গিয়েছে লাইফ। তবে অতিরিক্ত মেশিন নির্ভর হয়ে উঠবেন না। এতে আপনি নিজের ক্ষতি ডেকে নিয়ে আসবেন।
5/10
অফিসে মিটিং শেষে হালকা আড্ডাও মারুন, চা , কফি স্ন্যাক্সেও সময় দিন।
6/10
অফিসে ইনডোর প্ল্যানটেশন বাম্বু ট্রি এবং রাবার প্ল্য়ান্টকে খুব প্রাধান্য দেওয়া হয়। কারণ এরা অক্সিজেন অপেক্ষাকৃত বেশি ত্যাগ করে।
7/10
অফিসে অনেক সময়ই কাজের চাপ বাড়লে টেবিলে বাস্তু মেনে ভাল কোনও স্ট্যান্ড ছবিও রাখতে পারেন।
8/10
অফিসের যে ডেস্কে বসেছেন, সেখানের রং খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুযোগ থাকলে ফার্নিচারে সাধারণত হালকা রং বেছে নিন।
9/10
অনেকেই ডেস্ককে নিজের মতো করতে গিয়ে অতিরিক্ত পরিমাণে জিনিসে ভর্তি করে ফেলেন, এটা ভাল নয়। যত ফাঁকা থাকবে, তত কাজ করা সহজ হবে।
10/10
যদি ডেস্কে কোনও লাকি বাম্বু ট্রি রাখেন, তাহলে অবশ্যই তার যত্ন নিন। কারণ এই সব কিছুর উপরেই আপনার জীবনে পজিটিভ কিছু হওয়া নির্ভর করছে।
Published at : 23 Feb 2023 06:20 PM (IST)