Manik Bhattacharya : কে 'হ্যাঁ'-বললে, তবেই ফাইনাল হত নিয়োগ তালিকা? মানিকের হোয়াটসঅ্যাপ চ্যাট রহস্যে মোড়া!
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়ের পর, এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করল ইডি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইডি সূত্রে খবর, বয়ানে অসঙ্গতি ও তদন্তে সহযোগিতা না করায় গভীর রাতে গ্রেফতার হন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি।
সূত্রের দাবি, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যর বাজেয়াপ্ত করা মোবাইল ফোনে সন্দেহজনক হোয়াটস অ্যাপ চ্যাটের হদিশ মিলেছে।
ED সূত্রে দাবি, হোয়াটস অ্যাপ চ্যাটে জনৈক RK’র সঙ্গে মানিক ভট্টাচার্যের চ্যাটের হদিশ মিলেছে।
সেখানে, উল্লেখ করা হয়েছে, নম্বর বাড়ানোর পর চূড়ান্ত তালিকা পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।
গোটা বিষয়টি অনুমোদন করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, হোয়াটস অ্যাপ চ্যাটেই জানিয়েছিল RK। কিন্তু, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে বা কারা, RK’ই বা কে, প্রশ্ন ED’র।
নিয়োগ দুর্নীতি মামলায় পুজোর আগে পার্থ চট্টোপাধ্যায়-সহ গ্রেফতার হন ৯ জন। আর পুজো মিটতেই গ্রেফতার হলেন মানিক ভট্টাচার্য।
এরপর কে? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে। ED র কাছে নাকি আরকে বা উল্লিখিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে, কিছুই বলেননি মানিক !
পার্থ চট্টোপাধ্যায়ের পর, নিয়োগ দুর্নীতি মামলায় দ্বিতীয় কোনও তৃণমূল বিধায়ককে গ্রেফতার করল কেন্দ্রীয় সংস্থা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -