North Bengal Rains : মুষলধারা থামার পর নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘা দর্শন, লামাহাটা থেকে ছবি দিলেন কলকাতার পর্যটক
লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাংশ। শিলিগুড়ি থেকে বিচ্ছিন্ন কালিম্পং, সিকিম। পর্যটক ও ট্রেকাররা আটকে আছেন অনেকে। এরই মধ্যে কলকাতা থেকে একদল পর্যটক বুধবারই পৌঁছলেন রোহিনী হয়ে লামাহাটায়। আর দুর্যোগ থামার পর প্রত্যক্ষ করলেন নয়নাভিরাম সৌন্দর্য্য
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতা থেকে যাওয়া পর্যটক অধ্যাপক সৌমেন সরকার জানালেন, দুর্যোগের খবর, লাল সতর্কতা , এসব নিয়ে ভয় তো ছিলই। কিন্তু ফ্লাইট কিছুটা দেরি হওয়া ছাড়া তেমন কোনও অসুবিধেয় পড়েননি তাঁরা। আর বুধবার রাত থেকেই লামাহাটা থেকে প্রত্যক্ষ করেছেন কাঞ্চনজঞ্ঘা।
সারাবছর কাঞ্চনজঙ্ঘা মেঘের ফাঁক থেকে লুকোচুরি খেলে। কিন্তু বৃষ্টি ধোয়া পাহাড়ে গিয়ে সৌমেনবাবুরা দেখলেন সুবিস্তৃত বরফাচ্ছাদিত পর্বতমালা দিনভর।
পথে পড়া রোহিনী ঝোরা এখন যেন পুরোদস্তুর জলপ্রপাত।
নয়নাভিরাম পাহাড়
সকাল হতে না হতেই দেখা গিয়েছে সুনীল আকাশ।
স্থানীয়দের ধারণা, বৃষ্টি হয়ে গিয়েছে বলেই এভাবে হাসছে পাহাড়।
লামাহাটা থেকে কাঞ্চনজঙ্ঘার চোখ জোড়ানো ভিউ।
পর্যটক সৌমেন সরকার জানালেন, তেমনভাবে ক্ষতিগ্রস্ত হয়নি দার্জিলিঙে যাওয়ার রাস্তা। পর্যটকরা বিপদে পড়বেন না।
ছবি ও তথ্য - অধ্যাপক সৌমেন সরকার
- - - - - - - - - Advertisement - - - - - - - - -