Rat Dokhol Koro Protest: দিন বদলের আশায় বাংলা জুড়ে রাত দখল নারীর, 'সহযোদ্ধা' পুরুষও
আর জি কর মেডিক্যাল কলেজ। রাজ্যের এই প্রথম সারির মেডিক্যাল কলেজে প্রতিদিন হাজারে হাজারে মানুষ আসেন চিকিৎসার জন্য। সেখানেই নারকীয় ঘটনা। খোদ কলকাতা শহরের প্রথম সারির মেডিক্যাল কলেজে কর্তব্যরত মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুন করার মতো ঘটনা কাঁপিয়ে দিয়েছে গোটা রাজ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই নারকীয় ঘটনায় প্রতিবাদে প্রথম থেকেই সরব হয়েছে একেবারে সাধারণ মানুষ-জন। চায়ের দোকানে, বাসে, মেট্রোতে শোনা গিয়েছে সেই কথা। এই ঘটনা যেন একেবারে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে বহু লোককে। আর জি করের ওই ঘটনা এবং তারপরের ঘটনাপ্রবাহ হয়তো সেই যন্ত্রণাকে বদলে দিয়েছিল ক্ষোভে।
সেই ক্ষোভের বহিঃপ্রকাশই দেখল কলকাতা শহর। দিনের আলোয় নয়। একেবারে মাঝরাতে-স্বাধীনতা দিবসে পড়ার মধ্যরাতে এমন নৃশংসা ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছিল সাধারণ নাগরিকদের ঢল। ছিল না কোনও রাজনৈতিক দলের পতাকা বা ব্যানার।
সেই অর্থে কোনও মুখ ছিল না এই জমায়েত-মিছিল বা প্রতিবাদ কর্মসূচির। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার প্রচারে, মুখে মুখে প্রচারে ১৪ অগাস্ট ও ১৫ অগাস্টের মাঝের ঠিক মধ্যরাতে হয়েছে জমায়েত।
প্রথমে বলা হয়েছিল অ্যাকাডেমি চত্বর, কলেজস্ট্রিট এবং যাদবপুরে মধ্যরাতে জমায়েত করবেন নারীরা। পরে সেই ডাক সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়ে দাবানলের মতো। একের পর এক জায়গায় জমায়েতের ডাক দেওয়া হয়।
পরে কার্যত গোটা বাংলা ছড়িয়ে পড়েছে এই আন্দোলন। উত্তর থেকে দক্ষিণে নানা জায়গায় স্বতঃস্ফূর্ত ভাবে ঠিক একই সময়ে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। আট থেকে আশি সবাই ছিলেন এই ভিড়ে।
কোনও সংগঠনের সদস্য না। কেউ কাউকে চেনেন না। তবুও তাঁরা নেমেছেন রাস্তায়। আর জি করের ঘটনার বিচার চেয়ে হওয়া এই কর্মসূচির দাবি শুধু একটা বিষয়েই আটকে ছিল না। সত্যিকারের নারী স্বাধীনতা, যে কোনও জায়গায় নারীদের উপর হওয়া অত্য়াচারের বিচার, পুরুষতন্ত্রের দাপটের বিরোধিতা-সবই উঠে এসেছে।
শুধু কলকাতা জেলায় বিভিন্ন এলাকায় নয়, নানা জেলায় একই সময়ে রাস্তায় হেঁটেছেন নারী-পুরুষ সকলেই। রাজ্যের বাইরেও আর জি কর কাণ্ডের প্রতিবাদে জড়ো হয়েছিলেন মানুষজন। RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদ এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। ডাবলিনের এমারেল্ড গ্লেন পার্কে গর্জে উঠলেন প্রবাসী ভারতীয়রা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -