Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Jalpaiguri News: ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি বানারহাটে, পরিস্থিতি মোকাবিলায় NDRF
প্রবল বর্ষণের (Heavy Rain) জেরে ফের আশঙ্কা মুখে উত্তরবঙ্গের এই এলাকা(North Bengal)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআবহাওয়া দপ্তরের আগাম পূর্বাভাস ছিল যে পাহাড় ও ডুয়ার্সে ভারী বৃষ্টি হবে। সেইমতো কয়েকদিন ধরে পাহাড় ও ডুয়ার্সে বৃষ্টি চলছিল।
আর ভুটান পাহাড় ও ডুয়ার্সে ভারী বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছে বানারহাট। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে এনডিআরএফ।
রীতিমতো বন্যা পরিস্থিতি বানারহাটে। বানারহাটের শতাধিক বাড়িতে জল ঢুকে পড়েছে। জল ঢুকে পড়েছে বেশ কিছু দোকানেও।
মাটি ধসে ক্ষতিগ্ৰস্ত হয়েছে রেললাইন। রাস্তার পিচের চাদর উঠে গিয়েছে, বিদ্যালয়ের দেওয়াল ভেঙে পড়েছে।
রাতভর জলমগ্ন হয়েছিল বানারহাট হাসপাতাল চত্বর। ক্ষতি হয়েছে বেশ কয়েকটি চা বাগান।
প্রচুর মানুষ বাধ্য হয়ে উঁচু জায়গায় এবং রাস্তায় আশ্রয় নেয়, পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে NDRF।
জানা গিয়েছে, রবিবার রাত ১১ টার পর থেকে জল ঢুকতে শুরু করে বানারহাটে। ধীরে ধীরে জলমগ্ন হয়ে পড়ে একের পর এক বাড়ি, জলের স্রোত এতটাই ছিল যে রাস্তার পিচের চাদর উঠে যায়।
এমনকি ক্ষতিগ্ৰস্ত হয়েছে রেললাইন। এদিকে বেশ কিছু বাড়িতে জল ঢুকে পড়ায় ছোট ছোট শিশুদের নিয়ে অনেকেই রাতভর রাস্তায় ও উঁচু জায়গায় আশ্রয় নেন।
তবে সকালের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। জল অনেকটা কমেছে। যদিও ফ্রিজ টিভি -সহ বিভিন্ন আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -