Kalipuja 2024: 'বিচার চাই' থেকে 'জেগে ওঠো নারী', আগরপাড়া সবাই সংঘের খুঁটিপুজোতেও সোচ্চার প্রতিবাদী স্বর
আগরপাড়া সবাই সংঘের কালীপুজোর খুঁটি পুজো অনুষ্ঠান হয়ে গেল সোমবার ২৬ আগস্ট। এবার ২১ তম বর্ষে পা দিচ্ছে এই পুজো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রতি বছরই এই ক্লাব কালীপুজোয় নতুন নতুন চমক নিয়ে আসে। এবার খুঁটিপুজোয় অবশ্য সবাই সংঘও সোচ্চার হয়েছে আর জি কর ইস্যু নিয়ে। ক্লাবের নারীরাও প্ল্য়াকার্ড নিয়ে সোচ্চার হয়েছেন।
খুঁটিপুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই মঞ্চ থেকেই প্রতিবাদে সোচ্চার হলেন সবাই। কারও প্ল্যাকার্ডে লেখা 'বিচার চাই' তো কারও প্ল্যাকার্ডে লেখা ''জেগে ওঠো নারী'' আবার কেউ লিখেছেন ''আমিও বাঁচতে চেয়েছিলাম''
আর জি করে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা রাজ্য, দেশ ও বিশ্ব উত্তাল এই মুহূর্তে। পুজো ক্লাব কমিটিগুলোও এবার তাঁদের বিভিন্ন থিমে এই আর জি কর ইস্যু নিয়ে প্রতিবাদের ভাবনা তুলে ধরতে চাইছে।
কালীপুজোয় এবারের থিম সবাই সংঘের 'বিনাশক'। যার ভাবনায় জনপ্রিয় চলচিত্র শিল্পী সুপ্রিয় দত্ত ও চিকিৎসক মৈনাক মুখোপাধ্যায়। রূপায়ণে পার্থ মাইতি, সহকারী শিল্পী কল্যাণ দত্ত।
সবাই সংঘের কালীপুজোর থিম সংটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র। তাঁর সঙ্গে গলা মিলিয়েছেন অভীক মুখােপাধ্যায়। কথা শুভেন্দু আচার্যর।
২৬ আগস্ট সকাল ১০.৩০টা নাগাদ প্রথমে খুঁটি নিয়ে গঙ্গাস্নানের মাধ্যমে এই খুঁটি পুজো পর্ব শুরু হয়।
সন্ধেয় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় শিল্পীরা। সেই মঞ্চেই প্রথমে মোমবাতি জ্বালিয়ে আর জি কর কাণ্ডে মৃতা তরুণী চিকিৎসককে শ্রদ্ধা জানানো হয়।
আগরপাড়ার ইলিয়াস রোডের এই পুজোতে প্রতিবছরই বেশ ভিড় হয়। ক্লাবের সাধারণ সচিব কুন্তল রায় চৌধুরী বলছেন, ''এবছর আমাদের থিম নেশামুক্তির আন্দোলন। চারিদিকে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে। আর জি কর ইস্যুটা চোখের সামনে দেখছি আমরা। এর পেছনেও কোথায় নেশার নেতিবাচক একটা দিক রয়েছে। তাই বর্তমান প্রজন্মকে এই নেশার জায়গা থেকে সরিয়ে আনতে হবে। সেই জন্যই আমাদের এবারের উপস্থাপনা।''
- - - - - - - - - Advertisement - - - - - - - - -