Santragachi Migratory Birds: সাঁতরাগাছি ঝিলে এবারও পরিযায়ী পাখির সংখ্যা কম, উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা
প্রতি বছরের মতো এবারের শীতেও হাওড়ার সাঁতরাগাছি ঝিলে পরিযায়ী পাখির দল এসেছে। কিন্তু গত কয়েক বছরের মতো এবারও পাখির সংখ্যা কম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকয়েক বছর আগে ঝিলের সব কচুরিপানা সাফ করে দেওয়া হয়েছিল। সেবার কোনও পাখিই আসেনি। তারপর থেকে ঝিলের বেশিরভাগ অংশ জুড়েই কচুরিপানা রেখে বাকি অংশের জল পরিষ্কার রাখা হচ্ছে।
আগের থেকে ঝিল এখন অনেক বেশি পরিষ্কার করা হলেও, পাখির সংখ্যা বাড়েনি।
স্থানীয়রা জানিয়েছেন, ২০-২৫ বছর আগেও শীতকালে ঝিল পাখিতে ভরে থাকত। কিন্তু এখন আর সেরকম পাখি দেখা যায় না।
পক্ষী বিশারদ অশোক ঘোষালের মতে, দূষণের কারণে সাঁতরাগাছি ঝিলে পরিযায়ী পাখির সংখ্যা কমে গিয়েছে। ঝিলের আশেপাশের বাড়ি, ফ্ল্যাট এবং কারখানার বর্জ্য যাতে জলে না মেশে, সেটা দেখতে হবে প্রশাসনকে।
অশোকবাবু আরও বলেন, স্থানীয়দের পাখি শিকারের প্রবণতার কারণেও সাঁতরাগাছি ঝিলে পরিযায়ী পাখি আসা কমে গিয়েছে।
সাঁতরাগাছি ঝিলের পাশেই স্টেশন। সারাদিন ট্রেনের হর্নের কারণেও পাখির সংখ্যা কমে যেতে পারে বলে জানিয়েছেন স্থানীয় পক্ষীপ্রেমীরা। তাঁরা একাধিকবার এ বিষয়ে রেলের কাছে অনুরোধ জানিয়েছেন, কিন্তু ঝিলের কাছে ট্রেনের হর্ন বন্ধ হয়নি।
শীতে হাওড়ার অন্যতম আকর্ষণ সাঁতরাগাছি ঝিল। পর্যটনেরও সম্ভাবনা ছিল এই ঝিলকে ঘিরে। কিন্তু এই ঝিল আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে।
ভবিষ্যতে সাঁতরাগাছি ঝিলে আর পরিযায়ী পাখি আসবে কি না, সেটা নিয়ে চিন্তিত পরিবেশপ্রেমীরা।
স্থানীয়রা চাইছেন, রেল ও হাওড়া পুরসভা যৌথভাবে সাঁতরাগাছি ঝিলের উন্নতি করার বিষয়ে উদ্যোগ নিক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -