Santragachi Migratory Birds: সাঁতরাগাছি ঝিলে এবারও পরিযায়ী পাখির সংখ্যা কম, উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা
প্রতি বছরের মতো এবারের শীতেও হাওড়ার সাঁতরাগাছি ঝিলে পরিযায়ী পাখির দল এসেছে
1/10
প্রতি বছরের মতো এবারের শীতেও হাওড়ার সাঁতরাগাছি ঝিলে পরিযায়ী পাখির দল এসেছে। কিন্তু গত কয়েক বছরের মতো এবারও পাখির সংখ্যা কম।
2/10
কয়েক বছর আগে ঝিলের সব কচুরিপানা সাফ করে দেওয়া হয়েছিল। সেবার কোনও পাখিই আসেনি। তারপর থেকে ঝিলের বেশিরভাগ অংশ জুড়েই কচুরিপানা রেখে বাকি অংশের জল পরিষ্কার রাখা হচ্ছে।
3/10
আগের থেকে ঝিল এখন অনেক বেশি পরিষ্কার করা হলেও, পাখির সংখ্যা বাড়েনি।
4/10
স্থানীয়রা জানিয়েছেন, ২০-২৫ বছর আগেও শীতকালে ঝিল পাখিতে ভরে থাকত। কিন্তু এখন আর সেরকম পাখি দেখা যায় না।
5/10
পক্ষী বিশারদ অশোক ঘোষালের মতে, দূষণের কারণে সাঁতরাগাছি ঝিলে পরিযায়ী পাখির সংখ্যা কমে গিয়েছে। ঝিলের আশেপাশের বাড়ি, ফ্ল্যাট এবং কারখানার বর্জ্য যাতে জলে না মেশে, সেটা দেখতে হবে প্রশাসনকে।
6/10
অশোকবাবু আরও বলেন, স্থানীয়দের পাখি শিকারের প্রবণতার কারণেও সাঁতরাগাছি ঝিলে পরিযায়ী পাখি আসা কমে গিয়েছে।
7/10
সাঁতরাগাছি ঝিলের পাশেই স্টেশন। সারাদিন ট্রেনের হর্নের কারণেও পাখির সংখ্যা কমে যেতে পারে বলে জানিয়েছেন স্থানীয় পক্ষীপ্রেমীরা। তাঁরা একাধিকবার এ বিষয়ে রেলের কাছে অনুরোধ জানিয়েছেন, কিন্তু ঝিলের কাছে ট্রেনের হর্ন বন্ধ হয়নি।
8/10
শীতে হাওড়ার অন্যতম আকর্ষণ সাঁতরাগাছি ঝিল। পর্যটনেরও সম্ভাবনা ছিল এই ঝিলকে ঘিরে। কিন্তু এই ঝিল আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে।
9/10
ভবিষ্যতে সাঁতরাগাছি ঝিলে আর পরিযায়ী পাখি আসবে কি না, সেটা নিয়ে চিন্তিত পরিবেশপ্রেমীরা।
10/10
স্থানীয়রা চাইছেন, রেল ও হাওড়া পুরসভা যৌথভাবে সাঁতরাগাছি ঝিলের উন্নতি করার বিষয়ে উদ্যোগ নিক।
Published at : 22 Dec 2021 09:11 PM (IST)