Panchayat Election 2023: মনোনয়নের দ্বিতীয় দিনেও চলল গুলি, দিনভর অশান্তি, কী প্রতিক্রিয়া বিরোধীদের ?
এদিন শুভেন্দু বলেন, 'লাভপুরে বিজেপি প্রার্থীদের মনোনয়নের বাধা তৃণমূলের গুন্ডাদের। ডোমকলে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। অস্ত্র হাতে দেখা গিয়েছে তৃণমূল নেতাকে। হাইকোর্টের নির্দেশ অমান্য করে আইনশৃঙ্খলা রক্ষায় সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার। বিরোধীদের ওপর লাঠিচার্জ করেছেন সিভিক ভলান্টিয়াররা। বিজেপি প্রার্থীদের মনোনয়নে ভয় পেয়েছেন মমতা। তাই বিজেপি কর্মীদের গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে', ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাগরদিঘির পাল্টা এবার কুণাল ঘোষের (Kunal Ghosh) বায়রন-মডেল ! 'অন্য প্রতীকে জিতলে, বায়রনের (Bayron Biswas) অনুভূতি সংক্রমিত হবে।' পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগেই দলবদল নিয়ে দাওয়াই কুণাল ঘোষের। 'অন্য চিহ্নে দিলে ভোটের পর তৃণমূলে আসবে। তাহলে অহেতুক কেন অন্য চিহ্নে ভোট দেবেন ?' পঞ্চায়েত ভোটের আগেই দলবদল নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল নেতা।
এদিন সুকান্ত মজুমদার বলেন, 'যার প্রাণ চলে গিয়েছে, তার প্রাণ তো আর ফিরে আসবে না। কিন্তু তার থেকেও বড় কথা, এই প্রথম দিন একটা খুন হয়ে যাওয়াতে, সমস্ত বিরোধী যারা, সেই জেলার অন্তত লোক আছে, তাঁদের মনে একটা ভীতির সঞ্চার হবে। এবং হয়েছে। এবার ..যাদেরকে গ্রেফতার করেছে, তাঁদেরকে কিছুদিন পরে ছাড়ানোর ব্যবস্থা করবে। আবার জামিন দেওয়ার ব্যবস্থা করবে।'
এদিন, পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিজেপিকে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ। বিজেপি প্রার্থী ও নেতা কর্মীদের মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ। কাঁদতে কাঁদতে বিজেপি-প্রার্থী ও নেতারা মনোননয়ন জমা না দিয়েই ফিরে আসেন বলে দাবি। বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
খড়গ্রামে কংগ্রেস কর্মী খুন, ডোমকলে পিস্তল নিয়ে তৃণমূল নেতার দাপাদাপি। মনোনয়নের দ্বিতীয় দিনেও অশান্ত ডোমকল, অস্ত্র নিয়ে নেতার বিডিও অফিস পাহারা। উত্তপ্ত ডোমকলে তৃণমূল অঞ্চল সভাপতির কোমরে গোঁজা আগ্নেয়াস্ত্র বলে অভিযোগ।
পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কী ভাবনা ? আগামী সোমবার সেই বিষয়ে রাজ্য সরকারকে, তাদের সিদ্ধান্ত জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
এদিকে, বাঁকুড়ার বিষ্ণুপুরে মনোনয়ন ঘিরেও অশান্তির আবহ তৈরি হয়েছে। বিজেপি প্রার্থীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির বিষ্ণুপুর গ্রামীণ মণ্ডল ১-এর সভাপতি তপন মাজুরির নেতৃত্বে এদিন ৫০ জন বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে যান। বিডিও অফিসে ঢোকার আগেই তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ।
বীরভূমের লাভপুরে মনোনয়ন জমা দিতে এসে ব্যাপক গন্ডগোল। বিজপির মণ্ডল সহসভাপতি সোমনাথ মণ্ডলকে প্রচণ্ড মারধরের অভিযোগ। সোমনাথ মণ্ডলের হাত-পা ভেঙে দেওযা হয়েছে বলে অভিযোগ। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
রাজ্যে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর মনোনয়নের প্রথম দিন থেকেই শুরু হয়েছে অশান্তি। মনোনয়নের (Nomination) শুরুতেই খুন, অস্ত্র নিয়ে দাপাদাপি, উদ্বিগ্ন রাজ্যপাল (Governor)। 'যে কোনও মূল্যে অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন করাতেই হবে', রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর কড়া বার্তা রাজ্যপালের ।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন নিয়ে চাঞ্চল্যকর দাবি সুকান্ত মজুমদারের। একটি পোস্টারের ছবি পোস্ট করে রাজ্য বিজেপির সভাপতি ট্যুইট করেছে, 'পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে বিরোধী প্রার্থীদের এভাবে হুমকি দেওয়া হচ্ছে। খুন করা, বোমা-গুলি করার হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, কোনও বিজেপি-আরএসএস এখানে থাকবে না। কোনও বিজেপি প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেওয়ার অনুমতি দেওয়া হবে না। কথা না শুনলে মাথা কাটা যাবে, মুণ্ড নিয়ে ফুটবল খেলা হবে।' হুমকি-পোস্টারের ছবি পোস্ট করে ট্যুইট করেন সুকান্ত মজুমদার।
হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে অবশেষে ঘুম ভাঙল রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission)। পঞ্চায়েত ভোটের মনোনয়ন প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার নির্দেশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -