Vande Bharat Express: পুজোর মুখে বাংলার ঘরে জোড়া 'বন্দে ভারত', কী কী পরিবর্তন আনল রেল?
পুজোর মুখে বাংলার ঘরে এল জোড়া 'বন্দে ভারত'। রবিবার ভার্চুয়াল মাধ্যমে ১১টি রাজ্যে ৯টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বাংলা যে দু'টি সেমি হাইস্পিড ট্রেন পেল সেগুলি হল হাওড়া-পাটনা ও হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনতুন বন্দে ভারত এক্সপ্রেসের রেকগুলিতে নতুন কিছু পরিবর্তন এনেছে রেল। রেলযাত্রাকে আরও আরামদায়ক করতেই এই উদ্যোগ। আসন আগের থেকে বেশি হেলানো যাবে। আসনের গদি তুলোর নরম। ফলে বেশি আরাম পাবেন যাত্রীরা।
এক্সিকিউটিভ চেয়ার কারে আসনের রং লাল থেকে হচ্ছে নীল। পা রাখার জায়গাটি করা হয়েছে আরও আরামদায়ক। সিটের পিছন দিকে দেওয়া হয়েছে ম্যাগাজ়িন রাখার ব্যাগ। মোবাইল ফোনের চার্জিং পয়েন্ট এমন জায়গায় করা হয়েছে, যাতে আরও সহজে ফোনে চার্জ দিতে পারবেন যাত্রীরা। যাত্রীদের মালপত্র রাখার তাকগুলি সামান্য ছোঁয়াতেই সক্রিয় হয়ে ওঠে।
আপৎকালীন পরিস্থিতিতে চালকের সঙ্গে যোগাযোগ করার জন্য কামরায় যে যন্ত্র রাখা আছে, তা আরও উন্নত।অগ্নি নির্বাপক যন্ত্রগুলি যাতে সহজে দেখা যায় তার ব্যবস্থা করা হয়েছে। কামরার ভিতরে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও কামরার দরজাগুলি আগের তুলনায় আরও আধুনিক। বিশেষভাবে সক্ষম যাত্রীদের হুইলচেয়ার রাখার ব্যবস্থা আগের চেয়ে উন্নত এবং সুবিধাজনক। চালকের সুবিধার জন্য আপৎকালীন পরিস্থিতিতে ট্রেন থামানোর বোতামের জায়গা বদল করা হয়েছে।
বন্দে ভারত এক্সপ্রেসে বুলেট বা মেট্রো ট্রেনের মতো রয়েছে ইন্টিগ্রেটেড ইঞ্জিন। আলাদা করে ইঞ্জিন কোচ জোড়ার দরকার নেই। ট্রেনের দরজা স্বয়ংক্রিয়। দরজা তখনই খুলবে যখন ট্রেনটি পুরোপুরি থামবে। এবং যখন দরজা পুরোপুরি বন্ধ হবে তখনই ট্রেনটি চলতে শুরু করবে।
এক্সিকিউটিভ ক্লাসের চেয়ার ঘোরানো যায় 180 ডিগ্রি। চাইলেই চেয়ার ঘুরিয়ে বসা যায় জানালার মুখোমুখি। রয়েছে বায়ো-ভ্যাকুয়াম টয়লেট। ভারতীয় এবং পাশ্চাত্য দুই ধরনের ব্যবস্থা।কামরার স্ক্রিনে দেখা যাবে কত গতিবেগে ছুটছে ট্রেন। জানা যাবে, পরের স্টেশনের নাম।
বাংলা থেকে প্রতিবেশী দুই রাজ্য বিহার ও ঝাড়খণ্ডে রেলপথে পাড়ি দিতে এখন সময় লাগবে এক ঘণ্টা কম। রেল সূত্রে খবর, হাওড়া-রাঁচি বন্দে ভারত রাঁচি থেকে ছাড়বে সকালে ৫টা১৫-য়। হাওড়া পৌঁছবে বেলা ১২টা ২০-তে। হাওড়া থেকে ছাড়বে দুপুর ৩টে ৪৫-এ, রাঁচি পৌঁছবে রাত ১০ টা ৫০-এ। অর্থাৎ সময় লাগবে ৭ ঘণ্টা ৫ মিনিট। মঙ্গলবার বাদে সপ্তাহে চলবে ৬দিন।
অন্যদিকে, হাওড়া-পাটনা বন্দে ভারত পাটনা থেকে সকাল ৮টায় ছেড়ে দুপুর ২টো ৩৫-এ হাওড়া পৌঁছবে। আবার দুপুর ৩টে ৫৫-এ হাওড়া থেকে ছেড়ে পাটনা পৌঁছবে রাত ১০.৪০-এ। সময় লাগবে ৬ ঘণ্টা ৩৫ মিনিট। বুধবার বাদে সপ্তাহে চলবে ৬দিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -