Mamata Banerjee : দুবাইয়ে মুখ্যমন্ত্রীর কণ্ঠে রাজ্যসঙ্গীত 'বাংলার মাটি, বাংলার জল'! আবেগে ভাসলেন অনাবাসী বাঙালিরা
স্পেনের পর দুবাই থেকে রাজ্যে শিল্প আনতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহির সরকার এবং সেখানকার শিল্পপতিদের কাছে বাংলায় বিনিয়োগের আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএছাড়াও এদিন দুবাইয়ে শিল্প-বাণিজ্য সম্মেলনের আগে বৈঠক করেন বিখ্যাত লুলু গ্রুপের কর্তাদের সঙ্গেও। সব ঠিক থাকলে নিউটাউনে বিশ্বমানের শপিং মল গড়বে ওই গোষ্ঠী।
শুক্রবার শিল্প সম্মেলন সেরে দুবাইয়ে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে অন্যান্য শিল্পীদের সঙ্গে বাংলার রাজ্য সঙ্গীতে গলা মেলান মুখ্যমন্ত্রী। দুবাইয়ে গাওয়া হয় 'বাংলার মাটি, বাংলার জল'
দুবাইয়ে থাকা ভারতীয়রা মেতে ওঠেন রবীন্দ্রগানের আনন্দে। ৭ সেপ্টেম্বর, বাংলার রাজ্য সঙ্গীত হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের 'বাংলার মাটি বাংলার জল' গানটি বিবেচিত হওয়ার প্রস্তাব পাস হয়।
১ লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালিত হওয়ার প্রস্তাবও পাস হয় বিধানসভায়।
তারপর এই প্রথম, বিদেশের মাটিতে গাওয়া হল বাংলার রাজ্য সঙ্গীত। অন্যান্য শিল্পীদের সঙ্গে গলা মেলান মমতা বন্দ্যোপাধ্যায়ও।
এদিন সংযুক্ত আরব আমিরশাহি সরকার এবং শিল্পপতিদের কাছে যৌথ উদ্যোগে বাংলায় শিল্পায়নের আহ্বান জানান মুখ্যমন্ত্রী। বাংলায় লগ্নি করলে শিল্পপতিরা কী পাবেন, রাজ্য সরকারের তরফে তাঁদের কী কী সুবিধা দেওয়া হবে, তা বিশদে ব্যাখ্যা করেন মমতা।
এদিন সংযুক্ত আরব আমিরশাহির বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রী থানি বিন আহমেদ আল জেউদির সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপহার হিসাবে তাঁর হাতে তুলে দেন নিজের আঁকা ছবি।
এদিন দুবাইয়ে শিল্প সম্মেলনের আগে বাংলায় বিনিয়োগের সম্ভাবনা নিয়ে লুলু গোষ্ঠীর এগজিকিউটিভ ডিরেক্টর আশরাফ আলির সঙ্গে একান্তে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিশ্বজুড়ে যেখানে যেখানে লুলু গোষ্ঠীর শপিং মল আছে, সেখানে বিশ্ববাংলার পৃথক বিপণি তৈরি এবং লুলু গ্রুপের বিভিন্ন স্টোরে বাংলার বিভিন্ন পণ্য বিক্রির ব্যাপারে কথা হয়েছে বৈঠকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -