Poila Baisakh 2022: আজ পয়লা বৈশাখ, দোকানে দোকানে হালখাতা, শুভেচ্ছা-মিষ্টিমুখে বর্ষবরণ
আজ পয়লা বৈশাখ। ১৪২৮-কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪২৯। (ছবি সৌজন্যে- পার্থ প্রতিম ঘোষ)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনতুন জামা, গঙ্গাস্নান, দোকানে দোকানে হালখাতা৷ শুভেচ্ছা-মিষ্টিমুখ-গান-আড্ডা। (ছবি সৌজন্যে- পার্থ প্রতিম ঘোষ)
করোনাকালের উদ্বেগ কাটিয়ে নববর্ষের আবাহনে মেতেছে গোটা বাংলা৷ প্রিয়জনের সঙ্গে ভাগ করে নেওয়া নতুন বছরের আনন্দ৷ (ছবি সৌজন্যে- পার্থ প্রতিম ঘোষ)
কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, লেক কালীবাড়ি থেকে তারাপীঠ, মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন। (ছবি সৌজন্যে- পার্থ প্রতিম ঘোষ)
বাংলা নববর্ষের প্রথম দিন থেকেই ভক্ত ও পুণ্যার্থীদের জন্য সুখবর। আজ থেকে বেলুড় মঠে উঠল কোভিডের জন্য কড়াকড়ি।
এবার থেকে ভক্ত ও পুণ্যার্থীদের প্রবেশ অবাধ। সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১১টা এবং বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত মঠ খোলা থাকবে।
করা যাবে মন্দির দর্শন, গুরু প্রণাম ও আরতি দর্শন। এবার থেকে ভোগ বিতরণও করা হবে।
তবে বেলুড় মঠ কর্তৃপক্ষ জানিয়েছে, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক।
ভোর থেকে ভিড় উপচে পড়ছে দক্ষিণেশ্বর মন্দিরে৷ পুজো দেওয়ার লম্বা লাইন পুণ্যার্থীদের। ব্যবসায়ীরাও হাজির হালখাতা নিয়ে৷ (তথ্য ও ছবি সৌজন্যে- সমীরণ পাল)
বাংলা নববর্ষের সকালে তারাপীঠে উপচে পড়া ভিড়। হালখাতা, পুজোর ডালি নিয়ে দূর-দূরান্ত থেকে হাজির ভক্তরা। মন্দির চত্বরে পুণ্যার্থীদের লম্বা লাইন। নতুন বছরের শুভকামনা নিয়ে মায়ের উদ্দেশে পুজো দিচ্ছেন তাঁরা। (তথ্য ও ছবি সৌজন্যে- পার্থ প্রতিম ঘোষ)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -