Job Seekers Agitation:পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও এসআই পদে বিজ্ঞপ্তি প্রকাশ-সহ একাধিক দাবিতে পথে চাকরিপ্রার্থীরা
পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও এসআই পদে বিজ্ঞপ্তি প্রকাশের দাবি নিয়ে পথে নামলেন চাকরিপ্রার্থীরা। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল চাকরিপ্রার্থীদের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমিছিলে হাতে থালা বাজাতে দেখা যায় অনেককে। তাঁদের বক্তব্য, শূন্যপদ রয়েছে। তাও নিয়োগ হচ্ছে না।
অবিলম্বে বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে থালা বাজাতে বাজাতে মিছিল করতে দেখা যায় তাঁদের। পশ্চিমবঙ্গ চাকরিপ্রার্থী যৌথ মঞ্চের উদ্যোগে এই মহামিছিল ও জমায়েতের ডাক দেওয়া হয়।
বিক্ষোভকারীদের বক্তব্য, গত ৪ বছর ধরে রাজ্যে পুলিশে নিয়োগ নিয়ে কোনও বিজ্ঞপ্তি বেরোয়নি। ২০২০ সালে বিজ্ঞপ্তি বেরোলেও তার ১৬০০ আসন এখনও খালি পড়ে রয়েছে।
বিক্ষোভকারীদের আরও বক্তব্য, আরটিআই করে জানা গিয়েছে রাজ্য পুলিশের কনস্টেবল সংখ্যা ৩২ হাজার। তা ছাড়াও কলকাতা পুলিশ-সহ সমস্ত পুলিশে শূন্যপদ রয়েছে।
এক মহিলা বিক্ষোভকারীর কথায়, 'উচ্চতার মাপকাঠি কমিয়ে ১৫৭ সেন্টিমিটার করতে হবে।' আর এক জন বললেন, 'অবিলম্বে কনস্টেবল ও এসআই-র শূন্যপদের বিজ্ঞপ্তি বের করা হোক।' সমস্ত দাবিদাওয়া নিয়ে মিছিল রাজপথে।
পাশাপাশি, বয়সসীমা বাড়ানোরও দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, বয়সসীমা বাড়িয়ে ৩০ বছর করতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -