Durga Puja 2022 : জঙ্গল কেটে দুর্গামন্দির, কালক্রমে সেখানেই হল সাতমহল, ৪০০ বছরের পুজো ঘিরে কত গল্প
প্রায় ৪০০ বছরের ঐতিহ্য ও নিয়ম মেনে কালিকাপুর রাজবাড়িতে আজও পূজিত হন দেবী দুর্গা, যা আউশগ্রামের কালিকাপুর ও তৎসংলগ্ন এলাকায় 'সাত ভাইয়ের পুজো' বলেই পরিচিত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৪০০ বছর আগে বর্ধমান রাজার দেওয়ান ছিলেন পরমানন্দ রায়। সেই সূত্রেই তাঁর হাতে আসে কাঁকসার বিরাট একটি অংশের জমিদারিত্ব। ঘনজঙ্গল কেটে তৈরি হয় বসতবাড়ি। তৈরি হয় পুকুর, বাগান। আর পরিবারের দুর্গাপুজো করার জন্য তৈরি হয় দুর্গা মন্দির।
রায় পরিবার সূত্রে জানা যায়, পরমানন্দ ছিলেন কালিকাপুরের পাশের গ্রাম মৌখিরার বাসিন্দা। তবে সেখানে এই বিশাল রাজবাড়ি গড়ে তোলার জন্য পর্যাপ্ত জায়গা না পেয়ে, তিনি কালিকাপুরে চলে আসেন। সেখানেই তৈরি করেন এই বসতবাড়ি।
অজয় নদীর নিকটবর্তী হওয়ায় মৌখিরা গ্রামে ছিল বন্যার প্রকোপ। সেজন্যই কালিকাপুরের জঙ্গলের মাঝে এই রাজবাড়ি তৈরি করেন পরমানন্দ রায়। এখান থেকেই তিনি চালাতেন কাঁকসা ও আউসগ্রাম এর বিশাল অংশের জমিদারির কাজ।
প্রায় ৪০০ বছর ধরে এখানে পুজো হয়ে আসছে। তবে পরমানন্দ রায়ের বর্তমান বংশধররা কর্মসূত্রে বাইরে থাকেন। কিন্তু বোধনের আগেই ফিরে আসেন বাড়িতে। পুজোর আয়োজন করা হয় পরম যত্নে।
বাদ্যযন্ত্র সহযোগে বোধনের দিন পালকি করে ঘট নিয়ে গিয়ে রায়পরিবারের নির্দিষ্ট পুকুর থেকে জল তোলা হয়। মায়ের ভোগে আতপ চাল ও বাতাসা দেওয়ার রীতি আছে।
এছাড়াও মায়ের প্রতিদিনই নিত্যসেবা করা হয়। নিত্য সেবাতেও আতপ চাল ও বাতাসা দেওয়া হয়।
বলিউড-টলিউডের বহু সিনেমার শুটিং হয়েছে এই কালিকাপুর রাজবাড়িতে। শুটিং করতে এসেছেন টলিউড থেকে বলিউডের নামিদামি অভিনেতা ও অভিনেত্রীরা। ঋতুপর্ণ ঘোষ থেকে আবির চট্টোপাধ্যায়, অনেকেই এই রাজবাড়িতে এসে নিজেদের ছবির শুটিং করেছেন।
'গয়নার বাক্স' সিনেমাও এই রাজবাড়ীতে শুট করা হয়েছে। অভিনেতা আবির চট্টোপাধ্যায় অভিনীত, 'গুপ্তধন রহস্য'-র শুটিং হয়েছে এখানে। রাজবাড়ির পুজোও দেখানো হয়েছে সিনেমায়। এছাড়াও মৃণাল সেন পরিচালিত নাসিরুদ্দিন শাহ ও সাবানা আজমি অভিনীত 'খন্ডহর' সিনেমার শুটিং হয় কালিকাপুরের এই রাজবাড়িতেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -