East Burdwan News: DVC-র জল ছাড়তেই বাড়ল দামোদরের জলস্তর, সর্তকবার্তা দিয়ে মাইকিং শুরু প্রশাসনের
ডিভিসি'র জল ছাড়ায় দামোদরের জলস্তর অনেকটাই বেড়েছে। তবে শুধু এবছরই নয়, প্রায় অধিকাংশ বছরই এই কারণে প্রায় বন্যা পরিস্থিতির মুখে পড়তে হয় রাজ্যের একাধিক জেলাগুলিকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে দামোদর নদ কেন্দ্রিক একাধিক ফেরীঘাট বন্ধ করে দেওয়া হল প্রশাসনের তরফে।
ইতিমধ্য়েই শুরু হয়েছে মাইকিং। পঞ্চায়েতের পক্ষ থেকে আপদকালীন অবস্থার জন্য দুটো স্কুলও তৈরি রাখা হয়েছে
যে কোনও প্রয়োজনে পঞ্চায়েত প্রধানের সহিত যোগাযোগ করতে বলা হচ্ছে মাইকিং-এর মাধ্যমে। জেলার কন্ট্রোল রুম নং হল 8001192640/ 0342-2665092
ডিভিসি'র জল ছাড়ায় দামোদরের জলস্তর অনেকটাই বেড়েছে।একদিকে দক্ষিণবঙ্গে লাগাতার বর্ষণ। অন্যদিকে ঝাড়খন্ডেও ব্যপক বৃষ্টি।
ফলে দামোদর জলাধার থেকে ক্রমাগত জল ছাড়ায় দামোদরে জলস্তর অনেকটাই বেড়েছে।
ব্লক থেকে জেলাস্তরে খোলা হয়েছে কন্ট্রোল রুম।দামোদর নদ তীরবর্তী গ্রামগুলোতে জল ছাড়ার সর্তকবার্তা জানিয়ে করা হচ্ছে মাইকিং।
এদিকে ডিভিসি থেকে ক্রমাগত জল ছাড়ায় দামোদরের জলস্তর অনেকটা বেড়ে যাওয়ায় সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের নদীবাঁধ পরিদর্শনের নির্দেশ দিয়েছেন জেলাশাসক।
বাঁধে কোনো সমস্যা থাকলে তা দ্রুত রক্ষনাবেক্ষণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি আজ বিকালে গলসী ১ নং ব্লকের লোয়া রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দামোদর নদ তীরবর্তী গ্রামগুলিকে ডিভিসি থেকে জল ছাড়ার জন্য সর্তক করে মাইকিং করা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -