RG Kar Doctor's Death: আরজিকরের মহিলা চিকিৎসক 'খুনে' সরব সারা দেশ, একাধিক দাবিতে রাস্তায় দিল্লি AIIMS, ভোগান্তি চরমে..

RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংস খুনের ঘটনায় প্রতিবাদে নেমেছে দিল্লি AIIMS।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
দিল্লি AIIMS এর চিকিৎসকেরা সিবিআই-এর তদন্তের দাবি-সহ ৬ দফায় দাবি জানিয়েছেন।

দেশের রাজধানী দিল্লির ১০ টি সরকারি হাসপাতালের চিকিৎসকেরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে কর্মবিরতিতে নেমেছেন।
RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংস খুনের ঘটনায় বিক্ষোভ ছড়াল জেলাতেও।
বিভিন্ন মেডিক্যাল কলেজে কর্মবিরতির পাশাপাশি, অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকদের।
কলকাতার পাশপাশি জেলার মেডিক্যাল কলেজগুলিতে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে আরজি মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের নৃশংস খুনের প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল জেলাতেও।
একদিকে, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, আরেক দিকে রোগীদের হয়রানি, দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তে উঠে এল এই ছবি।
RG কর-কাণ্ডে বিক্ষোভের আঁচ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে। ‘আমরা সবাই RG কর’ লেখা প্ল্যাকার্ড নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকরা।
দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালেও প্রতিবাদে সামিল হন জুনিয়র চিকিৎসকরা। বন্ধ ছিল আউটডোর পরিষেবা। বারুইপুর মহকুমা হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা এদিন কর্মবিরতি শুরু করায় আউটডোরে লম্বা লাইন পড়ে রোগীদের।
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরেও বিক্ষোভের আঁচ। প্রতিবাদে সামিল হন জুনিয়র চিকিৎসকরা। হাওড়া জেলা হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা প্রতিবাদ মিছিল করেন।
প্রতিবাদের ঢেউ পৌঁছে গিয়েছে উত্তরবঙ্গেও। উত্তর দিনাজপুরের RG করকাণ্ডের প্রতিবাদে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে বিক্ষোভে সামিল হন জুনিয়র চিকিৎসকরা। মৌন মিছিল করেন তাঁরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -