Rupasree : ২৫ হাজার টাকা পাবেন অবিবাহিতারা, কীভাবে করবেন আবেদন
পারিবারিক আয় বছরে দেড় লাখ টাকার কম হলে, প্রথমবার বিয়ের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা অনুদান পেতে পারেন রাজ্য সরকারের প্রকল্প 'রূপশ্রী' থেকে। ফোটো সৌজন্য - পিক্সঅ্যাবে ও পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৮ বছর বয়সী অবিবাহিতা মেয়ে প্রথম বিয়ের জন্য আবেদন করতে পারবেন এই প্রকল্পে। পাত্রের বয়স হতে হবে ২১ বছর। ফোটো সৌজন্য - পিক্সঅ্যাবে ও পিটিআই
আবেদনকারীকে জন্মসূত্রে বাংলার বাসিন্দা হতে হবে অথবা গত ৫ বছর বাংলায় বসবাস করতে হবে বা বাবা-মাকে বাংলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ফোটো সৌজন্য - পিক্সঅ্যাবে ও পিটিআই
পারিবারিক বার্ষিক আয় হতে হবে দেড় লাখ টাকার মধ্যে। নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে আবেদনকারীর। ফোটো সৌজন্য - পিক্সঅ্যাবে ও পিটিআই
উপযুক্ত কাগজপত্র সহ আবেদনপত্র জমা করতে হবে বিডিও বা এসডিও অফিসে বা পুর কমিশনারের অফিসে। আবেদন করতে হবে বিয়ের একমাস বা দুমাস আগে। ফোটো সৌজন্য - পিক্সঅ্যাবে ও পিটিআই
এবার দেখে নেওয়া যাক, আবেদনের জন্য কী কী নথিপত্র লাগবে। ফোটো সৌজন্য - পিক্সঅ্যাবে ও পিটিআই
পারিবারিক আয়ের প্রমাণপত্র, আবেদনকারীর বয়সে প্রমাণপত্র (জন্মের শংসাপত্র বা ভোটার কার্ড বা প্যান কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আধার কার্ড ইত্যাদি) ফোটো সৌজন্য - পিক্সঅ্যাবে ও পিটিআই
আবেদনকারীর বৈবাহিক অবস্থার প্রমাণ হিসেবে স্বঘোষণা পত্র। ব্যাঙ্ক পাশবইয়ের কপি যাতে প্রয়োজনীয় তথ্য সহ আই এফ এস কোড, এম সি আই কোড ইত্যাদি আছে। ফোটো সৌজন্য - পিক্সঅ্যাবে ও পিটিআই
আবেদনকারী ও পাত্রের রঙিন পাশপোর্ট ফটো, প্রস্তাবিত বিয়ের প্রমাণপত্র, পাত্রের বয়সের প্রমাণপত্র ইত্য়াদি। ফোটো সৌজন্য - পিক্সঅ্যাবে ও পিটিআই
পদ্ধতি যাচাইয়ের পরে অনুমোদনকারী (বিডিও / এসডিও / কমিশনার) সফলভাবে যাচাই করা সমস্ত আবেদন অনুমোদন করবেন, অযোগ্য আবেদন পত্র প্রত্যাখ্যান করবেন। এরপর পদ্ধতি মেনে প্রস্তাবিত বিয়ের তারিখের কমপক্ষে পাঁচদিন আগে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য পদক্ষেপ নেবেন।ফোটো সৌজন্য - পিক্সঅ্যাবে ও পিটিআই। তথ্য়সূত্র - পশ্চিমবঙ্গ সরকার প্রকাশিত বিজ্ঞপ্তি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -