শেখ শাহজাহানের ভাই সিরাজ, যার নামেই থরো থরো কাঁপে গ্রামবাসীরা ! শুনুন তাঁর 'কীর্তি'
সন্দেশখালি অধ্য়ায়ে অভিযুক্তদের তালিকায় নতুন জুড়েছে একটি নাম। শেখ সিরাজউদ্দিন। যিনি সম্পর্কে শেখ শাহজাহানের ভাই। দাদার মতোই, জমি দখল করে ভেড়ি তৈরি, চাষের জমি দখল, একাধিক অভিযোগ রয়েছে এই সিরাজের বিরুদ্ধে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার এই সিরাজের ভেড়িতেই চলল ভাঙচুর। জ্বলল আগুন। দফায় দফায় পুলিশের সঙ্গে তর্কে জড়ালেন গ্রামবাসীরা। 'আমাদের টাকা পয়সা নিয়েছে ঘর দেবে বলে, তাও দেয়নি। সব টাকা পয়সা খেয়েছে। ওই ডাক্তার... সিরাজ ডাক্তার...বিচার চাইতে গেলে টাকা চায়। ' গলা চড়িয়েছেন গ্রামের মানুষজন।
গ্রামবাসীদের অভিযোগ, বেড়মজুর ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত জুড়ে শেখ সিরাজ-রাজ। দাদার মতোই, ভাইয়ের অত্যাচারের তালিকাও দীর্ঘ।
শেখ সিরাজউদ্দিন শেখ শাহজাহানের মেজ ভাই। হোমিওপ্যাথি চিকিৎসক। প্রায় বছর তিনেক বেরমজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি ছিলেন। সম্প্রতি তাঁকে সরানো হয় পদ থেকে। সন্দেশখালির তৃণমূল বিধায়কের দাবি, শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ ছিল বলে আগেই তাঁকে অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
দাদার মতোই, জমি দখল করে ভেড়ি তৈরি, চাষের জমি দখল, একাধিক অভিযোগ রয়েছে এই সিরাজের বিরুদ্ধে। প্রায় বছর তিনেক বেরমজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি ছিলেন। সম্প্রতি তাঁকে সরানো হয় পদ থেকে।
এক গ্রামবাসীর অভিযোগ, আমাদের এখানে ঘর ছিল। ঘরটাকে ভেঙে ওরা নিয়ে নিয়েছে। এখানে মাটি ফেলে উঁচু করে নিয়েছে। যত জল সব আমাদের একানে জমে। এই যে দোকান করা হয়েছে... একটা খড়ের ঘর ছিল, সেটাকে ভেঙে ওরা নিয়ে নিয়েছে। কে নিয়েছে? গ্রামবাসীর উত্তর, সিরাজ ডাক্তার।
গ্রামবাসীর অভিযোগ শোনার জন্য ক্যাম্প করেছে পুলিশ। কিন্তু সেখানে এসেছেন হাতে গোনা কয়েকজন। কেন ?এক গ্রামবাসী জানালেন, পুলিশ সব সিরাজ ডাক্তারের লোক। কোথায় কী হবে তো বলা যায় না। রাতে তো আমরা একা থাকি। কখন কী ঘটে যাবে।
অভিযোগ জানতে এবার দুয়ারে পৌঁছয় পুলিশ। ঝুপখালিতে অভিযোগ নিতে ক্যাম্প খোলে তারা। শনিবার সকাল সাড়ে ৮ থেকে সকাল ১০টা পর্যন্ত ৪ টি অভিযোগ জমা পড়ে ক্যাম্পে। জমি জবরদখল থেকে শুরু করে হুমকি। ৪টি অভিযোগই শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে করা হয়। ক্যাম্পে উপস্থিত ছিলেন ডিআইজি বারাসাত রেঞ্জ ভাস্কর মুখোপাধ্যায়।অশান্তি এড়াতে এলাকায় মোতায়েন করা হয় প্রচুর পুলিশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -