Chou Face Mask : মুখোশে ফেস মাস্ক, আধুনিকতায় নজর কাড়ছে চরিদা
পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ তৈরির জন্য বিখ্যাত চরিদা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখানে বিভিন্ন ধরনের মুখোশ বিক্রি হয় বিভিন্ন দামে।
মূলত দেব-দেবীদের ওপর মুখোশ বিক্রি হয়।
তবে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে বুদ্ধ থেকে শুরু করে কথাকলির সমস্ত মুখ সেখানে তৈরি হয়।
আধুনিক চিন্তাভাবনায় এখানে করা হয়েছে- ফেস মাস্ক।
সেটাও কিন্তু এই ধরনের মুখোশ দিয়ে তৈরি করা হয়েছে। দাম পড়েছে ১২০ টাকা।
এগুলো পেপার দিয়ে তৈরি করা হয়। তার ওপর রং করে তৈরি হচ্ছে এই মুখোশগুলো।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে রোজগার হারিয়ে চরম সঙ্কটে পড়েন পুরুলিয়ার ছৌ শিল্পীরা।
রেশন আর সরকারি ভাতায় কোনওমতে দিন কাটাতে হয় একটা বড় অংশের শিল্পীদের।
করোনার প্রকোপ অনেকটাই কেটে যাওয়ায় ধীরে ধীরে সেই পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -