Snana Yatra 2024: আজ স্নান যাত্রায় রামকৃষ্ণ দেবের বিশেষ পুজো বেলুড় মঠে..
জগন্নাথ দেবের স্নান যাত্রায় আজ শ্রী রামকৃষ্ণ দেবের বিশেষ পুজো বেলুড় মঠে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্নান যাত্রা উপলক্ষে হলুদ বসনে, ফুলে ফুলে সাজানো হয়েছে রামকৃষ্ণদেবকে।
আজ জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনে দুধ, মধু, ঘি দিয়ে স্নান করানো হয়েছে শিব লিঙ্গকে।
শ্বেত পদ্ম, জবা-সহ একাধিক ফুল দিয়ে দেওয়া হচ্ছে এই বিশেষ পুজো আঝ বেলুড় মঠে।
আকাশ আংশিক মেঘলা, স্নান যাত্রার মতো শুভদিনে আজ ভিড় জমিয়েছেন ভক্তরা।
শ্রী রামকৃষ্ণ, সারদা দেবী এবং স্বামী বিবেকান্দকে আজ খুব যত্ন সহযোগে সাজিয়ে তোলা হয়েছে।
গঙ্গার পাড়ে, আজ বেলুড় মঠে শুভদিনে গাছে গাছে ফুলের সমারহ।
সোশ্যাল মিডিয়ায় সেই ছবিই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছে বেলুড় মঠ কতৃপক্ষ।
অন্যদিকে হুগলির মাহেশে এই স্নানযাত্রার বয়স ৬২৮ বছর। বিকেল নয়, ৪৭ বছর পর এবার ভোর থেকে চলছে স্নানযাত্রা।
গজবেশে জগন্নাথদেবকে দর্শন করা যাবে দিনভর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -