Mamata Banerjee: পায়ে বিশেষ ধরনের ব্যান্ডেজ, দেওয়া হয়েছে অ্যান্টিবায়োটিক, বিশ্রামে থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীকে
এসএসকেএমে মুখ্যমন্ত্রীর হাঁটুর চিকিৎসা করা হল।জয়েন্ট অ্যাসপিরেশনের মাধ্যমে বের করা হল হাঁটুতে জমা থাকা ফ্লুইড। এসএসকেএম থেকে বাড়ি ফিরলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্রামে থাকার পরামর্শ দিলেন চিকিৎসকরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহেলিকপ্টারের জরুরি অবতরণের সময় নামতে গিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় কোমরে-পায়ে চোট পেয়েছিলেন বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। বাড়িতেই ফিজিওথেরাপি চলছিল তাঁর।
বৃহস্পতিবার সেই চিকিৎসার অংশ হিসেবে এসএসকেএমে ছোটোখাটো অস্ত্রোপচার করা হয় মুখ্যমন্ত্রীর।
বৃহস্পতিবার সেই চিকিৎসার অংশ হিসেবে এসএসকেএমে ছোটোখাটো অস্ত্রোপচার করা হয় মুখ্যমন্ত্রীর।
বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ এসএসকেএমে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইউসিএম বিল্ডিংয়ে বিশেষ ধরনের রেডিও ইমেজিং বা ডেক্সা স্ক্যান করা হয় তাঁর।
এরপর তাঁকে ফিজিক্যাল মেডিসিনের বিভাগীয় প্রধান রাজেশ প্রামাণিকের তত্ত্বাবধানে সাড়ে ১২ নম্বর কেবিনে রাখা হয়।দুপুর ৩ টে নাগাদ তাঁকে ওটিতে নিয়ে যাওয়া হয়। সেখানে হাঁটুতে জমে থাকা ফ্লুইড বের করা হয়।
সাড়ে ৪টে নাগাদ সেই প্রক্রিয়া শেষ হলে তাঁকে ওটিতেই পর্যবেক্ষণে রাখা হয়।পরে তাঁকে ফের সাড়ে ১২ নম্বর কেবিনে রাখা হয়।
তবে এদিন বাড়ি ফিরে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পায়ে চাপ পড়ে সেরকম কাজ না করার পরামর্শ দিয়েছেন তাঁরা।
এদিন হাসপাতাল থেকে বের করার সময় হুইলচেয়ারে গাড়ি পর্যন্ত আনা হয় মুখ্যমন্ত্রীকে। তাঁর পায়ে ছিল বিশেষ ধরনের ব্যান্ডেজ।
তাঁকে ধরে গাড়িতে ওঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীকে দেখতে ফিজিওথেরাপিস্ট ও চিকিৎসক দল রোজ বাড়িতে যাবেন। তাঁকে বেশ কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -