St. Mary's Hill : পুজোয় বেড়ানোর নতুন ঠিকানা কার্শিয়ঙের এই ডেস্টিনেশন
পুজো মানেই হইহই, আনন্দ আর প্রকৃতির টানে বেরিয়ে পড়া। অনেকেরই প্রথম পছন্দ পাহাড়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে শুধু দার্জিলিং পাহাড়ই নয় বর্তমানে পর্যটকদের ডেস্টিনেশন হয়ে উঠছে কার্শিয়ঙের আশেপাশের পাহাড়ি গ্রাম।
পাহাড় মানেই পর্যটকদের পছন্দের তালিকায় সবচেয়ে ওপরে থাকে দার্জিলিং।
তবে, সময়ের সঙ্গে পছন্দ বদলাচ্ছে। এখন অনেকেরই পাড়ি দিচ্ছেন কার্শিয়ঙের আশেপাশের এলাকায়
ভ্রমণ পিপাসুদের ডেসটিনেশন হয়ে উঠছে সেন্ট মেরি হিল।
কার্শিয়ং থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে পাহাড়ের কোলে নির্জন গ্রাম। চারপাশ ঘেরা জঙ্গলে।
ভাগ্য ভাল থাকলে হোমস্টে থেকেই দেখা মিলতে পারে হরিণ থেকে শুরু করে বন্য পশুপাখির ।
কাঁধে ব্যাগ নিয়ে এবার শুধু পৌঁছে যাওয়ার অপেক্ষা।
এই সেন্ট মেরি হিলেই রয়েছে সুচিত্রা সেনের বাংলো। রয়েছে ইংরেজ আমলে চার্চ, সমাধিস্থল।
প্রকৃতির নির্মল স্পর্শ পেতে অনেকেই ভিড় জমাচ্ছেন কার্শিয়ঙের এই অফবিট জায়গায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -