Abhijit Gangopadhyay : বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে 'সরল প্রাথমিক নিয়োগ দুর্নীতির সব মামলা', কী কী ঘটেছে শীর্ষ আদালতে
প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলা সরল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। হাইকোর্টকে নির্দেশ সুপ্রিম কোর্টের। দাবি আইনজীবীদের একাংশের। সরেছে নিয়োগের সব মামলাই, মত অন্য পক্ষের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া সাক্ষাৎকারের তর্জমার সত্যতা বিচার করে নির্দেশ, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমবার হাইকোর্টে (Calcutta Highcourt) উঠেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) আদালতে বলেছিলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়-কুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত সিবিআইয়ের'।
এরপরই ১৩ এপ্রিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা হয়। সেই মোতাবেক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি কথা জানায় সুপ্রিম কোর্ট।
তাৎপর্যপূর্ণভাবে সেদিন এবিপি আনন্দে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকারের প্রসঙ্গ ওঠে সুপ্রিম কোর্টে।
১৯ সেপ্টেম্বর, ২০২২-এ এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-কে দেওয়া সাক্ষাৎকারের একটি ৪ পাতার তর্জমা সেদিন কোর্টে পেশ করেন অভিষেকের আইনজীবী। এরপরই এবিপি আনন্দকে সাক্ষাৎকার নিয়ে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেয় আদালত।
প্রধান বিচারপতি বলেন, সেই সাক্ষাৎকারে বিচারপতির বক্তব্য এবং মন্তব্য নিয়ে গোটা বিষয়টি তিনি জানাতে চান। বৃহস্পতিবারের মধ্যে সাক্ষাৎকার নিয়ে রেজিস্ট্রার জেনারেলের হলফনামা তলব করা হয়।
'যে বিষয়ে মামলা শুনছেন, সেই বিষয়ে সাক্ষাৎকার দিতে পারেন না বিচারপতি', বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার প্রসঙ্গে মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির।
পাশাপাশি দুর্নীতির তদন্তে অন্তরায় হবে না সুপ্রিম কোর্ট, একইসঙ্গে এদিন বুঝিয়ে দেন প্রধান বিচারপতি।
১৯ সেপ্টেম্বর, ২০২২-এ এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-কে দেওয়া সাক্ষাৎকারের তর্জমার সত্যতা বিচার করে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -