Enforcement Directorate: নাকতলার পুজোর মুখ, সেই 'পার্থ ঘনিষ্ঠের' বাড়িতেই ২০ কোটি, কে এই অর্পিতা মুখোপাধ্যায় ?
দিনভর ইডির ম্য়ারাথন তল্লাশি চলছিল শহরজুড়ে। একদিকে যখন পার্থ চট্টোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ইডি। শুক্রবার তখনই অন্যদিকে তাঁরই ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হল ২০ কোটি টাকা। বিকেল গড়াতেই ইডির (Enforcement Directorate) তল্লাশিতে উদ্ধার হয় ২০ কোটি টাকা (20 Crore Rupees)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইডি (ED) সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এই টাকা। উদ্ধার হয়েছে ২০টি মোবাইল ফোন এবং সোনার গয়নাও।।
ইডি সূত্রে আরও দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতির (SSC scam) সঙ্গে যোগ রয়েছে টাকার। ব্যাঙ্ক অফিসারদের সাহায্য নিয়ে গোনা হচ্ছে টাকা।
কোথা থেকে এল এই টাকা? ২০টি মোবাইলই বা কী কাজে ব্যবহার করা হত সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
এদিন একটি পোস্টারও খুঁজে পাওয়া গিয়েছে। যেখানে নাকতলা উদয়ন সংঘের মুখ হিসেবে এই অর্পিতার ছবি দেখা গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলেই পরিচিত নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো। সেই পুজোরই ব্র্যান্ড অ্যাম্বাসডর করা হয়েছিল অর্পিতা মুখোপাধ্যায়কে
এদিন রাত ৮টা নাগাদ ইডির ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করে জানানো হয় এই খবর।
ট্যুইটে লেখা হয়, ‘পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু করে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।’ সঙ্গে স্তুপাকার নগদ টাকার ছবি ওপোস্ট করা হয়েছে ইডির তরফে।
এ দিকে প্রায় ১০ ঘণ্টা পার হয়ে গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়কে এখনও ইডি-জিজ্ঞাসাবাদ চলছে। আর তার মধ্যেই উদ্ধার এই টাকা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ইডি-জিজ্ঞাসাবাদ। SSC-নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে যান ৭-৮ জন ইডি আধিকারিক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -