Dow Hill Kurseong: কুয়াশায় ঢাকা বন, গা ছমছমে রাস্তা, রাজ্যের এই 'ভূতুড়ে' এলাকা থেকে দূরেই থাকে সবাই!
কার্শিয়াংকে ঘিরে নানা অলৌকিক ঘটনার কথা প্রায়ই শোনা যায়। বিশেষত এখানের ‘ডাউ হিল’ এবং এবং ‘ডেথ রোডের’ ভৌতিক কাহিনী। নানা রকম ভূতুড়ে গল্প শোনা যায় মরগান হাউসকে নিয়েও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদার্জিলিং থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত একটি হিল স্টেশন, যার নাম ডাউ হিল। কার্শিয়াংয়ের ডাউ হিলের নাম রয়েছে ভারতের ভুতুড়ে জায়গার তালিকায়।
এই ডাউ হিলে রয়েছে সুন্দর পাহাড়ি রাস্তা, অর্কিডের বাগান, পাহাড়ের মধ্যে ঘন অরণ্য এবং চা বাগান। অর্কিডের প্রাচুর্যে এই অঞ্চলটিকে ‘ল্যান্ড অব অর্কিডস’ও বলা হয়। কিন্তু এই ছোট্ট পাহাড়ি গ্রামটি পরিচিত এর মৃত্যুর রাস্তা, মুণ্ডহীন ভূত, ভুতুড়ে স্কুলের গল্পে এবং অগণিত বাস্তব ভূতের গল্প নিয়ে।
ডাউ হিল হল এমন একটি সুন্দর পর্যটন কেন্দ্র যেখানে দিন হোক বা রাত, কখনই বন্ধ হয় না ভুতুড়ে ক্রিয়াকলাপ। এখানে আসা পর্যটকরা শুধু যে এই পাহাড়ি স্থানের সৌন্দর্য উপভোগ করতে আসেন তা নয়, তার সঙ্গে এই ভুতুড়ে স্থানের পিছনে থাকা গল্প শুনতেও তাঁরা আসেন।
ডাউ হিল রোড এবং বনদপ্তরের মধ্যে অবস্থিত ‘মৃত্যুর রাস্তা’ বা ‘ডেথ রোড’। অনেকেই কার্শিয়াং এর এই জঙ্গলের রাস্তার ধারে দেখেছেন এক ধুসর কেশী বৃদ্ধাকে। কিন্তু পরক্ষণেই সেই বৃদ্ধা কোথায় গিয়েছেন তার আর খোঁজ পাওয়া যায়নি।
তবে আপনি যদি অফবিট ভালবাসেন এবং ভুতুড়ে গল্পে আগ্রহ থাকে তাহলে ঘুরে আসতে পারেন কার্শিয়াংয়ের ডাউ হিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -