'জন্মেরও প্রথমও শুভক্ষণ' বিশ্বভারতীতে কবিগুরুর ১৬১তম জন্মদিন পালন
বিশ্বভারতীতে উদযাপন করা হল কবিগুরুর ১৬১তম জন্মদিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভোর ৫টায় বৈতালিক, ৬টায় রবীন্দ্রভবনে কবিকণ্ঠ ও ৭টায় উপাসনা গৃহে বৈদিক মন্ত্রপাঠ, ব্রহ্ম উপাসনা ও রবীন্দ্র সংগীতের মধ্যে দিয়ে পালন করা হল কবিগুরুর জন্মদিন।
উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তী, অধ্যাপক, অধ্যাপিকা ও পড়ুয়ারা।
আজ কবিগুরুর ১৬১তম জন্মদিন। গানে-গল্পে-কবিতায় রবি-বরণ৷ জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন। রাজ্যজুড়ে সাড়ম্বরে উদযাপন করা হচ্ছে পঁচিশে বৈশাখ।
মুখ্যমন্ত্রী শ্রদ্ধাজ্ঞাপন করে ট্যুইটে লিখেছেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শ্রদ্ধা। কবিগুরুর শিক্ষা, সংগীত, কবিতা, আগামীদিনেও আমাদের পথ দেখাবে। আমাদের জীবনে তিনি ধ্রুবতারা হয়ে থাকবেন।
আজ কবিগুরুর ১৬১তম জন্মদিনে গানে-গল্পে-কবিতায় রবি-বরণ চলছে জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন। রাজ্যজুড়ে সাড়ম্বরে উদযাপন করা হচ্ছে পঁচিশে বৈশাখ।
রবীন্দ্রজয়ন্তীতে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ভাবনাচিন্তা ও বিরাট কর্মকাণ্ডের দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুর আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন বলে মত নমোর৷
রবীন্দ্রজয়ন্তীর সকালে টুইট করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি একটি ভিডিয়ো টুইট করেছেন ৷ সেখানে কবিগুরুকে নিয়ে নানা সময়ে প্রধানমন্ত্রীর বলা নানা কথা শোনা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে ৷ আর ভেসে উঠছে রবীন্দ্রনাথের ছবি।
টুইটের ক্যাপশনে প্রধানমন্ত্রী লেখেন, গুরুদেব ঠাকুরের জন্মজয়ন্তীতে তাঁর উদ্দেশে প্রণাম জানাই ৷ ভাবনাচিন্তা ও কর্মের দ্বারা তিনি আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন ৷
টুইটে প্রধানমন্ত্রী আরও লেখেন, 'আমাদের দেশ, সংস্কৃতি ও নীতিকে নিয়ে গর্বিত হতে শিখিয়েছেন তিনি ৷ তিনি শিক্ষা, শিক্ষণ ও সামাজিক ক্ষমতায়নের উপর জোর দিয়েছিলেন ৷ ভারতকে তিনি যে ভাবে দেখতে চেয়েছিলেন, সে ভাবে দেশকে গড়ে তোলার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ৷
- - - - - - - - - Advertisement - - - - - - - - -