Weather Update: ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, মত্স্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারে সতর্কতা জারি
মে-র প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গে আবহাওয়া মনোরম। কালবৈশাখীর ধাক্কা অনেকটাই কমিয়ে দিয়েছে তাপমাত্রা। কিন্তু এই স্বস্তির মধ্যেই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআবহাওয়া দফতর সূত্রে খবর, গতকাল দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। আজ তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
রবিবারের মধ্যে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় অশনি-তে পরিণত হওয়ার সম্ভাবনা।
ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ‘অশনি’। মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে অবস্থান করবে ঘূর্ণিঝড়।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আবহাওয়ার এই পরিবর্তনের ফলে রাজ্যে আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুত্-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। ওই সময়ে মত্স্য জীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে।
প্রতিনিয়ত আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রাখছেন আবহবিদরা। উত্তরবঙ্গের ৫ জেলায় আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
প্রাকৃতিক দুর্যোগ আসার আগেই তৎপর দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং মহকুমা প্রশাসক। ক্যানিং মহাকুমার বিভিন্ন দফতরে আধিকারিকদের নিয়ে চলছে প্রস্তুতি বৈঠক।
পর্যাপ্ত পরিমাণে ট্রিপল ও খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। নদী তীরবর্তী এলাকার মানুষদেরকে সচেতন করা হচ্ছে। নদী তীরবর্তী এলাকার স্কুল ও ফ্লাট সেন্টারগুলোকে খুলে রাখা হয়েছে। এমনটাই জানিয়েছেন মহকুমা শাসক।
অন্যদিকে, মেঘের চাদর সরতেই ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। শনিবার সকালে দার্জিলিঙের ভিউ পয়েন্টগুলোতে পর্যটকদের ভিড়। গত কয়েকদিন আকাশের মুখ ভার থাকায় দেখা মেলেনি কাঞ্চনজঙ্ঘার।
রীতিমতো হতাশ হয়ে পড়েছিলেন পর্যটকরা। অবশেষে মিলল সোনালি রোদে ঝলমলে কাঞ্চনজঙ্ঘার দর্শন। অন্যদিকে, একেবারে উল্টো ছবি কার্শিয়ঙে। সেখানে সকাল থেকে কুয়াশা, চলছে বৃষ্টি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -