Weather Update: নববর্ষে তাপপ্রবাহের আশঙ্কা, চৈত্রের শেষে পুড়ছে বাংলা
চৈত্রের শেষে পুড়ছে বাংলা। নববর্ষে তাপপ্রবাহের আশঙ্কা। আগামী ৩-৪ দিনে ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে পারদ। কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে বলে পূর্বাভাস। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, আংশিক মেঘলা আকাশ থেকে কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে বলে জানাল আবহাওয়া দফতর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবসন্তদিনের নিঃশ্বাসেই যদি এই অবস্থা হয়, তাহলে গ্রীষ্মের দহন দিনে কী হবে। ভেবেই গলদঘর্ম হচ্ছে আম জনতা। আবহাওয়া দফতর জানিয়েছে, মাঝেমধ্যে আকাশ মেঘলা হলেও । রীতিমতো তাপদাহে পুড়বে বাংলা। দক্ষিণবঙ্গে চলবে শুকনো গরমের স্পেল।
বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি।
আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার থেকে আরও বাড়বে তাপমাত্রা। ৩-৪ দিনে ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে পারদ। বাংলা নববর্ষে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। আগামী সপ্তাহে কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি।
শুধু কলকাতা নয়, পুড়ছে জেলাও। বাঁকুড়া থেকে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর থেকে পশ্চিম বর্ধমান। তীব্র তাপে নাজেহাল সাধারণ মানুষ। বেলা বাড়তেই ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। জরুরি কাজে যাঁরা রাস্তায় বেরিয়েছেন, তাঁরা গলা ভেজাতে ভিড় করছেন ঠান্ডা পানীয়র দোকানে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ১১ থেকে ১৫ এপ্রিল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, পশ্চিমাঞ্চল এবং উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। সোমবারের পর রাজ্য়ের ৬ থেকে ৭ জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তারও বেশি তাপমাত্রা থাকতে পারে। আগামী কয়েকদিন শুষ্ক গরম থাকবে।
নববর্ষের আগে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বলেই আবহাওয়া দফতর সূত্রে খবর। উত্তরবঙ্গেও সামগ্রিকভাবে বৃষ্টির সম্ভাবনা কম। সেখানেও বাড়বে তাপমাত্রা।
ইতিমধ্য়েই উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ তৈরি হওয়ার মতো পরিস্থিতি।এরই মধ্য়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পং-এ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -