BJP Women Wing Avijan: বিজেপি মহিলা মোর্চার অভিযান ঘিরে তুলকালাম কলকাতায়
শুক্রবার রাজ্য মহিলা কমিশনে বিজেপি মহিলা মোর্চার তালা লাগাও কর্মসূচিকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হল সল্টলেকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিজেপি মহিলা মোর্চার কর্মসূচিকে আটকানোর জন্য প্রচুর মহিলা পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছিল কমিশনের অফিসের সামনে।
মহিলা মোর্চার মিছিল আটকানোর জন্য করুণাময়ী থেকে প্রস্তুত ছিল পুলিশ। লকেট চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, অগ্নিমিত্রা পাল, অর্চনা মজুমদার ও ফাল্গুনী পাত্রের নেতৃত্বে আজকের এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
করুণাময়ী থেকে বিজেপি মহিলা মোর্চার মিছিল শুরু হওয়ার আগেই তা আটকানোর চেষ্টা করা হয় পুলিশের তরফে।
বিজেপি মহিলা মোর্চার তরফে মহিলা কমিশনের গেটে লাগানোর জন্য একটি প্রতীকী তালাও নিয়ে যাওয়া হয়েছিল।
করুণাময়ীতে মিছিল আটকানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি মহিলা মোর্চার সদস্যাদের।
তুমুল বৃষ্টির মধ্যেই এই কর্মসূচিকে কেন্দ্র করে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি।
সমস্ত বাধা উপেক্ষা করে বিজেপির মহিলা মোর্চার মিছিল শেষ পর্যন্ত পৌঁছে যায় রাজ্য মহিলা কমিশনের অফিসের সামনে। সেখানেও মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে তর্কাতর্কি থেকে ধস্তাধস্তি শুরু হয়ে বিজেপির মহিলা মোর্চার সদস্যাদের।
পরে পুলিশ বিজেপি মহিলা মোর্চার পাঁচ প্রতিনিধিকে মহিলা কমিশনের অফিসে যাওয়ার অনুমতি দেয়।
অন্যদিকে মহিলা মোর্চার বাকি সদস্যরা কমিশনের দরজা নিয়ে যাওয়া প্রতীকী তালা লাগিয়ে দেওয়ার পাশাপাশি রাস্তার ওপর বসে RG কর কাণ্ডের প্রতিবাদে স্লোগান দিতে থাকেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -