Mamata Banerjee : কচি কাঁচার মাঝে খুশির মেজাজে মুখ্যমন্ত্রী, করলেন আদর, উপহার পেলেন ছোট্ট মেয়ের আঁকা ছবি
একই দিনে প্রায় একই সময়ে একই জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধী। আজ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে হেলিকপ্টারে চড়ে মালদায় পৌঁছন মুখ্যমন্ত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই সফরের মাঝেই একেবারে অন্য মেজাজে পাওয়া গেল মুখ্যমন্ত্রীকে। কথা বললেন পড়ুয়াদের সঙ্গে। কখনও করলেন আদর, কখনও দেখলেন তাদের আঁকা ছবি।
বরাবরই মানুষের মাঝে মিশে যেতে ভালবাসেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাচ্চা থেকে বুড়ো, সবার কথা শুনতে চান। সময় থাকলে সকলের আবদারও রাখেন।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে হেলিকপ্টারে ওঠার আগে কচিকাঁচাদের সঙ্গে কথা বলেন তিনি। কোলে তুলে নেন একরত্তিকে।
স্নেহা রায় নামে বছর ১১-র একটি মেয়ে ছুটে আসে তাঁর কাছে। কারণ তার খুব ইচ্ছে নিজের আঁকা ছবি মুখ্যমন্ত্রীকে দেওয়ার।
অনেকদিন ধরে মুখ্যমন্ত্রীর ছবি এঁকেছে ছোট্ট স্নেহা। তাই মুখ্যমন্ত্রীকে দেখেই চিৎকার করে ডেকে ওঠে সে।
মুখ্যমন্ত্রীও তার ডাকে সাড়া দেন। ছবি দেখে প্রশংসা করেন।
আগামীকাল শান্তিপুরে সরকারি অনুষ্ঠান সেরে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -