Mamata Banerjee:'লক্ষ্মীর ভাণ্ডার' থেকে বার্ধক্য ভাতা, বালুরঘাটের মঞ্চে নানা বার্তা মুখ্যমন্ত্রীর
রায়গঞ্জের পর বালুরঘাট। একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মধ্যেই নাচের ছন্দে খানিক পা মিলিয়ে নিতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। (ছবি:PTI)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমঙ্গলবার বালুরঘাটের প্রশাসনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' 'লক্ষ্মীর ভাণ্ডারে যাঁরা রয়েছেন, তাঁদের ক্ষেত্রে নিজের থেকে ওটা বার্ধক্য ভাতার সঙ্গে জুড়ে যাবে।' (ছবি: Mamata Banerjee Facebook)
আজীবন 'লক্ষ্মীর ভাণ্ডার'-র সুবিধা পাওয়ার আশ্বাসবার্তার পাশাপাশি বার্ধক্য ভাতা নিয়েও ঘোষণা করেন তৃণমূলনেত্রী। (ছবি: Mamata Banerjee Facebook)
মুখ্যমন্ত্রীর ঘোষণা, 'আরও ৯ লক্ষ মানুষকে বার্ধক্যভাতা দেওয়া হবে।' আগামী ১ তারিখ থেকে আরও ৯ লক্ষ উপভোক্তা এই ভাতা পাবেন বলে জানান তিনি।(ছবি: Mamata Banerjee Facebook)
রাজ্য সরকার যে নানা ভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করে চলেছে, সেই বার্তাও দিতে শোনা যায় তাঁকে। বলেন 'ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার জন্য জমি দিচ্ছে রাজ্য সরকার। ঘরে ঘরে জল সরবরাহ প্রকল্পের ৭৫% টাকা দিচ্ছে রাজ্য সরকার...'৩ লক্ষ ভাই-বোনকে ঐক্যশ্রী দিয়েছি।'(ছবি: Mamata Banerjee Facebook)
এসবের পাশাপাশি মঙ্গলবার বালুরঘাটের মঞ্চ থেকে এদিন কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগেও ফের সরব হতে শোনা গিয়েছে তৃণমূলনেত্রীকে। (ছবি: Mamata Banerjee Facebook)
তাঁর দাবি, 'আমরা ১০০ দিনের কাজের টাকা পাইনি। রাজ্য সরকারের তরফে ৪০ দিনের কাজ দেওয়া হয়েছে। রাস্তা-আবাসন প্রকল্পের টাকাও দিচ্ছে না কেন্দ্র।'(ছবি: Mamata Banerjee Facebook)
এনআরসি প্রশ্নেও এদিন কড়া অবস্থান নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, 'উদ্বাস্তু বলে কিছু নেই। এনআরসি আমরা রুখব। কিছু কিছু জায়গায় বিএসএফ কার্ড বিলি করছে। বিএসএফের ওই কার্ড নেবেন না। ওই কার্ড নিলে ওপারে পাঠিয়ে দেবে।'(ছবি:PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -