Flood Situation: জলে ডুবে জেরবার জীবন! মাঠের ফসল-ঘরবাড়ি হারিয়ে হাহাকার গ্রামে
জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাকা, গৃহবন্দি মানুষ, সমমুখীন হতে হচ্ছে চরম দুর্ভোগের। পাঁশকুড়া, উদয়নারায়ণপুর-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে শুধুই হাহাকারের ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেখে মনে হতে পারে কোনও দ্বীপ। কিন্তু আদতে এটি ঘাটালের জনপদ। বিদ্য়ুতের খুঁটি থেকে হাইটেনশনের তার, সবই এখন জলের তলায়। এতটাই জল উঠেছে যে একাধিক বহুতলের একতলা-দোতলা জলের তলায়।
পরিস্থিতি এমন ভয়াবহ যে এক বাড়ি থেকে অন্য় বাড়ি যেতে হচ্ছে সাঁতার কেটে, ভেসে যাওয়ার ভয়ে নৌকা বেঁধে রাখতে হচ্ছে বাড়ির দোতলায়। ঘাটালে থানার সামনে পর্যন্ত এক বুক জল থাকায় অভিযোগ জানাতে নৌকা করে যেতে হচ্ছে থানায়।
শুধু ঘাটাল নয়, বন্য়া পরিস্থিতি তৈরি হয়েছে হুগলির খানাকুল, বাঁকুড়ার সোনামুখীতে। ভয়াবহ পরিস্থিতি খানাকুল ২ নম্বর ব্লকের মারোখানা, পানশিউলি, পলাশপাই, জগৎপুর, নন্দনপুর, রাজহাটি গ্রামে।
কোথাও কোমর সমান তো কোথাও বুক সমান জল দাঁড়িয়ে। বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন শয়ে শয়ে মানুষ। দু'লক্ষের বেশি মানুষ জলবন্দি। খানাকুলের কিশোরপুর এলাকায় ভয়াবহ ছবি।
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া জলে থই থই। বাড়ি থেকে জমি সব ডুবেছে জলের তলায়। আরামবাগ ও পুরশুড়ার ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বহু মানুষকে। সিংহভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, মিলছে না মোবাইলের নেটওয়ার্কও।
হাওড়া-হুগলির বিস্তীর্ণ অংশেও বন্যা পরিস্থিতি। জলে ডুবেছে বিস্তীর্ণ এলাকা। পথঘাট জলের তলায়। হুগলির তারকেশ্বর এবং হাওড়ার উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকায়। বলাগরের শ্রীপুরের বাবুচর, সিজা কামালপুর পঞ্চায়েতের বানেশ্বরপুর, আশ্রমঘাট সহ বেশ কয়েকটি এলাকায় জল থই থই। ভেসে গেছে রাস্তাঘাট। বিঘের পর বিঘে জমির ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় মাথায় হাত কৃষকদের। ডিভিসির ছাড়া জলে নতুন করে প্লাবিত খানাকুল ১ ও ২ নম্বর ব্লকের ২৪টি পঞ্চায়েত এলাকা।
এর মধ্য়ে হুগলির খানাকুলে আস্ত বাড়ি ভেসে যাওয়ার ছবি ভাইরাল হয়েছে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ভয়াবহ জল যন্ত্রণার ছবি। জাতীয় সড়কের উপর জল থই থই। জল ভরা জাতীয় সড়কে মাছ ধরতে ব্যস্ত স্থানীয় বাসিন্দারা। জলমগ্ন জাতীয় সড়কে বন্ধ যান চলাচল। পাঁশকুড়া পুরসভার ১৮ টি ওয়ার্ড জলমগ্ন। পাঁশকুড়া স্টেশন চত্বরেও জল। সব ছবি: PTI
- - - - - - - - - Advertisement - - - - - - - - -