Park Street : উৎসবের সব রাস্তা মিশল পার্ক স্ট্রিটে, ভিড়ের চোটে বন্ধ থাকল অ্যালান পার্ক
বড়দিনের সকাল থেকেই কলকাতাজুড়ে উপচে পড়েছিল ভিড়। রাত বাড়তেই সব ভিড় যেন মোড় নেয় পার্ক স্ট্রিটে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউৎসবের আবহ মনে করিয়ে দিচ্ছিল পুজোর অষ্ঠমীর কলকাতার কোনও নামী পুজোর প্যান্ডেলের কথা।
একসময় ভিড়ের চাপ এতটাই বেড়ে যায় যে পুলিশকে বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয় অ্যালান পার্কের গেট।
পার্ক স্ট্রিটে বড়দিনের অন্যতম আকর্ষণীয় স্থল অ্যালান পার্ক বন্ধ থাকায় উৎসাহীরা বাইরে দাঁড়িয়েই ছবি, সেলফি তুলে দুধের স্বাদ ঘোলে মেটান।
দীর্ঘক্ষণ ধরে লোকের ভিড়ে জেরে পার্ক স্ট্রিটকে করে দেওয়া হয়েছিল ওয়াকিং স্ট্রিট। রাত বাড়তে ভিড় কিছুটা কমার পর অবশ্য চালু হয় গাড়ি চলাচল।
ছিল কড়া পুলিশি প্রহরা। লালবাজার সূত্রে খবর, মোট ১১ টি সেক্টরে ভাগ করে পুলিশি নজরদারি চলে পার্ক স্ট্রিটে।
১৩ টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড।, ২০টি নজরদারি বাইক। মোট ৩ হাজার পুলিশ ছিলেন নিরাপত্তায়।
ড্রোন নজরদারি শুরু হয়ে গিয়েছিল সকাল থেকেই। বড়দিনের সকালে থেকেই শুরু হয় প্রার্থনা-পর্ব।
পার্ক স্ট্রিটের পাশাপাশি পাটুলিতেও হয় বড়দিনের উৎসব। হাজির হয়েছিলেন অভিনেত্রী অরুণিমা ঘোষ, ইশা সাহা প্রমুখ।
দরজায় কড়া নাড়ছে নতুন বছর। সপ্তাহভর চলবে আগামী বছরকে সাদরে বরণ করে নেওয়ার প্রস্তুতি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -