West Bengal Weather : পশ্চিমি ঝঞ্ঝার দোসর নিম্নচাপ, আজ থেকেই বৃষ্টি শুরু বাংলায়, ভিজতে ভিজতে শীত নামবে শহরে?
ডিসেম্বরেও জমাটি শীতের দেখা নেই। লেপ কম্বল এখনও গুটি মেরে ট্রাঙ্কের আশ্রয়ে। রোদে গা সেঁকে শীতকাতুরের খাটে জায়গা পাওয়ার আশায় দিন গুনছে তারা। ভারী শীতবস্ত্রের প্রয়োজনও এখও বোধ করেনি বঙ্গ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএরই মধ্যে আবহাওয়া অফিসের পূর্বাভাস, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। সঙ্গে ভারতে পশ্চিমী ঝঞ্ঝা। তার প্রভাবে আগামী ২-৩ দিন ঊর্ধ্বমুখীই থাকবে তাপমাত্রা। দাপট বাড়বে কুয়াশার, শীতের নয়।
ডিসেম্বরে ঠান্ডার সঙ্কেত নেই ঠিকই, তবে, সোমবার থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায় । হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, বৃষ্টি হতে পারে ৭ জেলায়
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মুর্শিদাবাদের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। যদিও কোথাও ভারী বৃষ্টি হবে না।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া এই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ রূপে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে।
এর নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু উপকূল। এই নিম্নচাপের জেরে বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর আগেও ঘূর্ণিঝড় ফেঙ্গাল বঙ্গমুখো হয়নি।
Weather Office জানাচ্ছে, নতুন এই সপ্তাহের শুরুতে ফের বাধা পাবে শীত। শীতের পথে বাধা হবে পশ্চিমী ঝঞ্ঝা। তাই কয়েকটি জেলায় কুয়াশার দাপটই থাকবে বেশি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -