School Reopen : শুরু হচ্ছে ছোটদের ক্লাস, তার আগে কীভাবে তৈরি হচ্ছে স্কুল? দেখুন ছবিতে
বুধবার থেকেই শুরু হচ্ছে ছোটদের স্কুল। তারই পাশাপাশি ছোটদের ক্লাস শুরুর জন্য চলছে স্যানিটাইজেশনের ক্লাস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App। স্কুল সূত্রে খবর, কাল পঞ্চম শ্রেণির পড়ুয়ারা ক্লাস করবে। বৃহস্পতিবার ক্লাস করবে ষষ্ঠ শ্রেণির পড়ুয়ারা। অন্য ক্লাসগুলি হয় অনলাইনেই।
যাদবপুর বিদ্যাপীঠে দেখা গেল উঁচু ক্লাসের পড়ুয়াদের পঠনপাঠন চলছে।
বুধবার থেকেই খুলে যাচ্ছে ছোটদের স্কুল। করোনা বিধি মেনে প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি অবধি শুরু হয়ে যাবে ক্লাস। তবে চিকিৎসকদের পরামর্শ, স্কুল খুললেও মানতে হবে সবরকম করোনা বিধি।
প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল খোলার জন্য পৃথক নিয়মাবলী জারি করবে স্কুল শিক্ষা দফতর।
সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রও খুলতে চলেছে। তার জন্য আলাদা নিয়মাবলী জারি করবে নারী ও শিশুকল্যাণ দফতর।
করোনার দাপটের জেরে গত ২ বছর ধরে বন্ধ ছিল সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। পঠনপাঠন বিঘ্নিত যাতে না হয়, সে জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হয়।
এবার আবার ছোটদের হইচইতে ভরে উঠবে ক্লাস রুম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -