West Bengal Weather Update: ঝেঁপে আসবে বৃষ্টি! আজ কখন ভিজবে আপনার জেলা? দেখুন পূর্বাভাস
IMD কলকাতা তাদের X হ্যান্ডেলে যে তথ্য দিয়েছে তাতে দেখা যাচ্ছে- বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য এবং লাগোয়া উত্তর-পশ্চিম এলাকায় একটি নিম্নচাপ বলয় তৈরি হয়েছে। যা আগামী ২-৩ দিনে ক্রমশ ওড়িশা উপকূলের দিকে যাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজয়সলমীর, কোটা, গুনা, মান্ডলা, গোপালপুরের উপর দিয়ে এখন একটি monsoon trough রয়েছে। এছাড়া আর বাকি যা আবহাওয়া পরিস্থিতি রয়েছে তার উপর ভিত্তি করে বৃষ্টির একটি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কিছু জেলার কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে আগামী কয়েকদিন
১৯ জুলাই: দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতা এবং বাঁকুড়া জেলায় বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। হলুদ সতর্কতা রয়েছে এই এলাকাগুলিতে।
২০ জুলাই: পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের তরফে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।
২১ জুলাই: এদিনও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
২২ জুলাই: এদিনও কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া এবং বীরভূম জেলার কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
আপাতত আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
১৯ জুলাই: উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরের কিছু এলাকায়- একটি-দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর পরের দিন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বেশ কিছু এলাকায় এদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
উপকূল এলাকায় মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরের উত্তরের অংশ ঝঞ্ঝাপূর্ণ হবে, ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হাওয়া বইবে ১৯ জুলাই। ২০ থেকে ২২ জুলাইও ঝঞ্ঝা থাকবে সমুদ্রে। এই সময় জুড়েই সাগর অত্যন্ত বিক্ষুব্ধ থাকবে। এই সময়ে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। সব ছবি: PTI
- - - - - - - - - Advertisement - - - - - - - - -