West Bengal Weather : ফের অসহ্য গরম? আজও রাজ্যজুড়ে বৈশাখী ঝড় ও বৃষ্টি এই জেলাগুলিতে
আজও রাজ্যজুড়ে বৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও বাঁকুড়ায় বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে এই স্বস্তি ক্ষণস্থায়ী।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি।
শুক্রবার থেকে রাজ্যজুড়ে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। সঙ্গে তাপমাত্রা ক্রমশ বাড়বে। আগামী পাঁচ দিনে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
শনি ও রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ফের পারদ উঠতে পারে ৩৮-৩৯ ডিগ্রিতে।
উত্তরবঙ্গে পার্বত্য এলাকার জেলাগুলি ছাড়া আর কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে না।
সাময়িক ভাবে বৃষ্টি স্বস্তি দিলেও গরমথেকে রেহাই পাওয়ার কোনও সম্ভাবনাই নেই বঙ্গে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -