Weather Updates: বাড়ছে জলীয় বাষ্প, মেঘের আনাগোনা, দেখা নেই বৃষ্টির! সপ্তাহ শেষে কি মিলবে স্বস্তি?
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: এ সপ্তাহেই বর্ষা ঢুকতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। পশ্চিমের জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। সঙ্গে প্রবল ভাবে বজ্রপাতের আশঙ্কা থাকবে। ছবি সূত্র- পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএ সপ্তাহেই মৌসুমী বায়ু ইসলামপুর থেকে নিচের দিকে নামতে পারে। এ সপ্তাহের মধ্যেই বর্ষামঙ্গল দক্ষিণবঙ্গে। ৩১ মে থেকে ইসলামপুরে আটকে আছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। মৌসুমী বায়ু এবার গতি পাবে। ছবি সূত্র- পিটিআই
আগামী দু-তিন দিনে উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু এলাকা মৌসুমী বায়ুর দখলে আসবে। বৃহস্পতিবার এর মধ্যে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি দক্ষিণবঙ্গে। ছবি সূত্র- পিটিআই
আজও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে সকাল থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তি থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানের মত পশ্চিমের জেলাতে জেলাতে গরম ও অস্বস্তি একটু বেশি অনুভূত হবে। সকালে গরমে অস্বস্তি বেলা বাড়লে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনাও বাড়বে। ছবি সূত্র- পিটিআই
বর্ষার অনুকূল পরিবেশ দক্ষিণবঙ্গে। মেঘলা আকাশ, হালকা বৃষ্টির সম্ভাবনা। বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে। প্রাক বর্ষার বৃষ্টি শুরু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ছবি সূত্র- পিটিআই
অতি-বর্ষণের চরম সর্তকতা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিন জেলাতে। এই জেলার কোন কোন অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। নতুন করে নদীর জলস্তর বাড়বে, প্লাবনের আশঙ্কা! সঙ্গে পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা। ছবি সূত্র- পিটিআই
কলকাতায় আজ বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাবে। মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ একটু বাড়বে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। ছবি সূত্র- পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -