ঘনিয়ে আসছে দুর্যোগ, আপনার জেলাতেও কালবৈশাখী হবে আজ?
সপ্তাহের শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত, টানা দুর্যোগ চলবে বঙ্গে। সোমবার বিকেলেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে। কাল মঙ্গলবার বাড়বে বৃষ্টি ও ঝড়ের গতিবেগ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমঙ্গলবার শিলা বৃষ্টি হবে জেলায় জেলায়। সেই সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সাত জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা।
সোমবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের পশ্চিম ও উপকূলের পাঁচ জেলায়। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে; বাড়বে ঝড়ের গতিও।
মঙ্গলে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম ও দুই বর্ধমানে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হবে। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ১০ জেলায়। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে।
দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় সাত জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বৃহষ্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মেঘলা আকাশ ও বৃষ্টির প্রভাবে সামান্য কমেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। আরও একটু কমার সম্ভাবনা আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায়। বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে স্বল্প সময়ের বৃষ্টির অল্প সম্ভাবনা রয়েছে
মূলত মেঘলা আকাশ বজায় থাকবে। বিকেল বা সন্ধেয় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনা।
কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৭ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৪ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -