Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Cyclone Dana :আকাশে সিঁদুরে মেঘ, ঘূর্ণিঝড়ের অশনি সংকেত, কোথায় আছড়ে পড়বে 'দানা', জানাল আবহাওয়া দফতর
রাজ্যের আকাশে ফের দুর্যোগের আশঙ্কা। বৃহস্পতিবার পুরী-সাগরদ্বীপে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আজই পরিণত হবে গভীর নিম্নচাপে। কালকের মধ্যেই সেটি পরিণত হতে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'য়।
আগাম সতর্কতা হিসাবে, পর্যটক শূন্য করার নির্দেশ দেওয়া হয়েছে পুরীর সৈকত। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যেই বাংলা ও ওড়িশার মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ত্রাণশিবির।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্য়ে, পুরী ও সাগরদ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'দানা'।
উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করার সময় গতিবেগ থাকত পারে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার।
পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হতে পারে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ সংলগ্ন জেলায়।
উপকূলবর্তী এলাকায় আরও বাড়তে পারে হাওয়ার গতিবেগ। শুক্রবার পরিস্থিতি আরও ঘোরালো হওয়ার আশঙ্কা।
অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে কড়া সতর্কতা জারি করেছে উপকূলরক্ষী বাহিনী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -